নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে সাইলেন্ট রিগিং করছে বিজেপি। এবার বিস্ফোরক অভিযোগ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ কৃষ্ণনগরে নিরঞ্জনে লাঠিচার্জ! পুলিশের ভূমিকায় প্রশ্নের ঝড়!
এর আগে ঠিক একই ধরনের অভিযোগ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এবার কল্যাণের বক্তব্য, ২০২৫ সালের ভোটার তালিকা অনুযায়ী, যদি বুথের সংখ্যা বাড়ে, তাহলে তো সেই ভোটার তালিকাকেই মান্যতা দিতে হয়।
সাংবাদিক বৈঠকে কল্যাণ বলেন, “২০২৫ সালের ভোটার লিস্ট মেনে যদি আজকে বুথ বাড়ানো হয়, তাহলে ২০২৫-এর জানুয়ারি পর্যন্ত যা যা ভোটার লিস্ট রয়েছে, তাকে মান্যতা দিতে হবে।” এর পরই তিনি বলেন, “এটা সিম্পল সাইলেন্ট রিগিং। নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি করছে। কোনও রকমের অসাংবিধানিক কথা বললে হবে না। ২০২৫ সালের ভোটার লিস্ট দেখে বুথ বাড়াচ্ছো, এদিকে ভোটারদের ক্ষেত্রে মান্যতা দিচ্ছো না, এটা তো ঠিক নয়। দ্বিচারিতা হয়ে যাচ্ছে।”
উল্লেখ্য, কুণাল ঘোষও ‘সাইলেন্ট রিগিং’এর তত্ত্ব খাড়া করেছিলেন। তিনি বলেছিলেন, ” ওরা কীভাবে বলছে কত লোক বাদে যাবে। এটা পরিকল্পিত চক্রান্ত। ওটা বিজেপির দলীয় কার্যালয়ে বসে চক্রান্তটা ঠিক হয়েছে। সেই চক্রান্তের ফল নির্বাচন কমিশনের মাধ্যমে তাদের ওয়েবসাইটে উঠছে।”
আরও পড়ুনঃ বিজেপির খোঁচা, ‘TMC-র প্রাণভোমরা’, ভূতুড়ে ভোটারের হদিশ পানিহাটিতে
SIR আবহে বিজেপি ও নির্বাচন কমিশনকে আগেও একযোগে আক্রমণ শানিয়েছে শাসক নেতৃত্ব। এবার ‘রিগিং’ তত্ত্ব।
যদিও এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ” বাংলাদেশের মাধ্যমে যারা বাংলাকে সাইলেন্ট সেলিং করছে, তাদের মুখে এসব মানায় না। সেটা আটকাটে বিজেপির যা করার সেটাই করবে। কারণ আমাদের কাছে দেশ আগে, রাজ্যবাসী আগে।”





