Sunday, 2 November, 2025
2 November
Homeদক্ষিণবঙ্গChandannagar: চন্দননগরই দেখায় বিশেষত্ব! উত্তর থেকে দক্ষিণ মা চললো রেললাইন দিয়ে

Chandannagar: চন্দননগরই দেখায় বিশেষত্ব! উত্তর থেকে দক্ষিণ মা চললো রেললাইন দিয়ে

উত্তর থেকে দক্ষিণপাড়া পর্যন্ত লাইনের উপর দিয়ে মা এগিয়ে চলেন। সেই সময় বন্ধ রাখা হয় আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

চন্দননগরই দেখায় বিশেষত্ব। সুভাষপল্লী উত্তরপাড়া জগধাত্রী পুজো কমিটির পুজো এ বছর ৪২ তম বর্ষে পদার্পণ করেছে। আজ একাদশী সকালেই মাকে বরণ করেন এলাকার মহিলারা। তারপর নিজেদের মধ্যে সিঁদুর খেলায় মেতে ওঠে তারা। সেই সময় মাকে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে দেয় পাড়ার পুরুষ সদস্যরা।

আরও পড়ুনঃ বিপর্যস্ত উত্তর! ফুঁসছে তিস্তা, তোর্সা, বালাসন; তুষারপাতে সাদা সিকিম

মাকে বেদী থেকে নামিয়ে বাঁশের উপর বাধা হয়। তারপর মা পুরুষ সদস্যদের কাঁধে উঠে ওঠেন রেল লাইনের উপর। তারপরেই উত্তর থেকে দক্ষিণপাড়া পর্যন্ত লাইনের উপর দিয়ে মা এগিয়ে চলেন। সেই সময় বন্ধ রাখা হয় আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল।

প্রথম বছর বিসর্জনের জন্য মাকে পাড়ার ভেতর পথ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেই সময় মায়ের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ভেঙে গিয়েছিল। তারপরের বছর থেকেই সদস্যরা ঠিক করেন মাকে দক্ষিণ পাড়ের গঙ্গার ঘাটে বিসর্জন দিতে নিয়ে যাওয়া হবে লাইনের উপর দিয়ে। দীর্ঘ ৪২ বছর ধরে চলে আসছে এই রীতি। দুর্ঘটনায় এরাতে এখানে মোতায়ন করা হয় জিআরপি এবং আরপিএফ। ওই সময় ক্লাবের পুরুষ সদস্যরা ছাড়া আর কাউকেই লাইনের উপর উঠতে দেওয়া হয় না।

আরও পড়ুনঃ অ্যান্টার্কটিকা জুড়ে ভূমিকম্পের সংখ্যায় বৃদ্ধি প্রকৃতির ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ!

শ্রাবন্তী বিশ্বাস নামে এক মহিলা জানান। এই দৃশ্য আগে টিভির পর্দায় দেখেছিলেন। কিন্তু স্বচক্ষে দেখেননি। তাই আজ এখানে আত্মীয়র বাড়িতে ছুটে এসেছেন এই দৃশ্য দেখার জন্য।

এবছর চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির অধীনে ১৮০ টি পুজো কমিটি রয়েছে। যার মধ্যে ৭০ টি পুজো কমিটি রাতের বেলা আলোকসজ্জা সহকারে নিরঞ্জন শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। কমিটির অধীনে থাকা বাকি পুজো কমিটির সহ আরো অন্যান্য পুজো কমিটির প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে একাদশীর সকাল থেকে চন্দননগর ও ভদ্রেশ্বরে ১৪ টি গঙ্গার ঘাটে। সন্ধ্যা ছটা থেকে শুরু হবে নিরঞ্জন শোভাযাত্রা। এই শোভাযাত্রাকে কেন্দ্র করে এখন সাজো সাজো রব চন্দননগরে।

এই মুহূর্তে

আরও পড়ুন