Monday, 3 November, 2025
3 November
Homeআবহাওয়াWeather Update: গভীর নিম্নচাপ রূপে সাইক্লোন ‘মন্থা’; দূর্যোগের সতর্কতা উত্তরবঙ্গে!

Weather Update: গভীর নিম্নচাপ রূপে সাইক্লোন ‘মন্থা’; দূর্যোগের সতর্কতা উত্তরবঙ্গে!

কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের ক্ষেত্রে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সতর্কতা আগামী রবিবার পর্যন্ত।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শিবনাথ প্রধান, সাঁতরাগাছি, হাওড়াঃ

অন্ধ্রপ্রদেশের উপকূল হয়ে স্থলপথে প্রবেশ করার পর সাইক্লোন ‘মন্থা’ গভীর নিম্নচাপ রূপে বিগত ২৪ ঘন্টায় উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে মহারাষ্ট্রের চন্দ্রপুরের নিকট অবস্থান করছে । আগামী ৪৮ ঘন্টায় উত্তর ও উত্তর-পূর্ব দিকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার হয়ে ক্রমশ উত্তর-পূর্ব রাজ্য আসামের দিকে অগ্রসর  হবে। ফলে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড, বিহার, নেপাল, উত্তরবঙ্গ, সিকিম ও আসামের বিভিন্ন অংশে আগামী ২ নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে পর্যাক্রমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার দাপট থাকার সম্ভাবনা।

আরও পড়ুনঃ কড়া নিয়ম! দার্জিলিঙের ‘মহাকাল’ মন্দিরে শর্ট স্কার্ট বা অনুপযুক্ত পোশাকে নো এন্ট্রি

কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের ক্ষেত্রে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সতর্কতা আগামী রবিবার পর্যন্ত।

বৃহস্পতিবার

কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত ভাবে হাল্কা অথবা মাঝারী বৃষ্টি ও কিছু কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ সহ গৌরবঙ্গের জেলা গুলোতে মাঝারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং সহ উত্তরবঙ্গে জেলা গুলোতে বৃহস্পতিবার কয়েক পশলা অথবা বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুনঃ উত্তাল হাসপাতাল চত্বর! ফের সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে হেনস্থা

শুক্রবার

কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। গৌরবঙ্গের জেলা গুলোতে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে জেলা গুলোতেও।

শনিবার

কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা। গৌরবঙ্গের জেলা গুলোতে শুক্রবার রাতের পর থেকে শনিবার ভোর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের জেলা গুলোর ক্ষেত্রে শুক্রবার রাতের পর থেকে শনিবার দুপুর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

রবিবার

বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলা গুলোতে।

শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের জেলা গুলোতে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলার ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিভিন্ন অংশে প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময়কালের মধ্যে ।

এই মুহূর্তে

আরও পড়ুন