বঙ্গোপসাগরের উপরে আবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে আগামী সপ্তাহের মধ্যভাগে উপকূলের জেলাগুলিতে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট অংশ আরও দুর্বল হয়েছে। তার প্রভাবে রবিবারও কলকাতা-সহ গোটা রাজ্যেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী দু’-তিন দিনে উত্তর থেকে দক্ষিণে কমতে পারে রাতের তাপমাত্রা।
আরও পড়ুনঃ বিপর্যস্ত উত্তর! ফুঁসছে তিস্তা, তোর্সা, বালাসন; তুষারপাতে সাদা সিকিম
আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, ঘূর্ণিঝড় মান্থার অবশিষ্ট অংশ নিম্নচাপ অঞ্চল রূপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে অবস্থান করছে। ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব ভারত এবং বাংলাদেশের দিকে যাবে।
আগামী ১২ ঘন্টায় এটি আরও দুর্বল হয়ে শক্তি হারাবে। অন্য দিকে, গাল্ফ অফ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি এখন উত্তর আন্দামান সাগরের মায়ানমার উপকূলে অবস্থান করছে। এই সিস্টেম আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপে পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থান করবে। এর প্রভাবে আগামী বুধ ও বৃহস্পতিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে।
আরও পড়ুনঃ অ্যান্টার্কটিকা জুড়ে ভূমিকম্পের সংখ্যায় বৃদ্ধি প্রকৃতির ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ!
রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাত। জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। সতর্কতা জারি করার মতো পরিস্থিতিও তৈরি হয়নি। সোম এবং মঙ্গলবার দক্ষিণের সব জেলাই থাকবে খটখটে। বুধ এবং বৃহস্পতিবার উপকূলের কাছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। আগামী দু’ থেকে তিন দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
উত্তরবঙ্গের আট জেলায় রবিবার বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি কোথাও তৈরি হয়নি। জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। সোমবার থেকে উত্তরের জেলাগুলি বৃষ্টির আর সম্ভাবনা নেই। দক্ষিণের মতো উত্তরেও আগামী দু’ থেকে তিন দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।





