Monday, 3 November, 2025
3 November
Homeরাজ্যSSC Case: 'ওরা যেন কেউ চাকরি না পায়!' এসএসসি মামলায় রাজ্যকে কড়া...

SSC Case: ‘ওরা যেন কেউ চাকরি না পায়!’ এসএসসি মামলায় রাজ্যকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের!

২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সুপ্রিম কোর্টের রায় মেনে এসএসসি পরীক্ষা হয়েছে। শীঘ্রই ফলপ্রকাশ। গোটা প্রক্রিয়া নিয়ে যা আপত্তি-অভিযোগ রয়েছে, সব ফলপ্রকাশের পরেই শোনা হবে বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ বজ্রপাতের সংখ্যায় বৃদ্ধি কেনো! সমুদ্রে বজ্রপাত বেশি তীব্র ও সংখ্যায় অধিক কেন স্থলভাগের থেকে!

গত ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসি-র নবম-দশম এবং একাদশ-দ্বাদশের পরীক্ষা হয়েছে। তার পরেও গোটা প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ জমা পড়েছে। নানা বিষয় নিয়ে আপত্তি তুলেছেন মামলাকারীরা। বুধবার সেই সব অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলে, ‘‘এসএসসি জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহে ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে। ফলে ফলাফল বার হওয়ার পরে আপত্তি জানান। পরীক্ষা হয়েছে। এ বার ফলাফল প্রকাশ করতে দিন।’’

এসএসি পরীক্ষায় বসতে পারেননি দাগি অযোগ্যরা। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল। তা মেনেই দাগি অযোগ্যদের নাম বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ঢাকুরিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভয়াবহ আগুন, জরুরি নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা!

সুপ্রিম কোর্ট বলেছে, ‘‘দাগি অযোগ্যরা এখনও আবেদন করছেন। এখানে কোনও লাভ নেই। যা বলার, আমরা আগেই স্পষ্ট করে দিয়েছি। আমরা কাউকে যোগ্য বা অযোগ্য বলিনি। সিবিআই বলেছে। সিবিআই তদন্তে ওই তথ্য উঠে এসেছে। ফলে নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে কোনও বক্তব্য শুনব না।’’

২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। তার ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী চাকরি হারান। সেই সময় সুপ্রিম কোর্ট বলেছিল, চাকরিহারারা চাইলে তাঁদের পুরনো চাকরিতে ফিরে যেতে পারেন। রাজ্য সরকার যাতে সেই ব্যবস্থা করে, তা-ও বলেছিল শীর্ষ আদালত। কিন্তু অনেকেরই অভিযোগ, তাঁদের পুরনো চাকরিতে ফেরাচ্ছে না সরকার। তা নিয়েও মামলা হয়েছে। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলেছে, ‘‘আমাদের রায়ে তা বলা ছিল। তার পরেও না মানা হলে আদালত অবমাননার মামলা করুন।’’ শীর্ষ আদালত জানিয়েছে, আগামী ২৪ নভেম্বর এসএসসি-র সব আবেদন এক সঙ্গে শুনানি হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন