শিবনাথ প্রধান, সাঁতরাগাছি, হাওড়া:
২০২০ সালের পূর্বে অ্যান্টার্কটিকা মহাদেশে ভূমিকম্প বিরল ঘটনাই বলা চলে। ১৯৯৮ সালে, ব্যালি দ্বীপপুঞ্জ অঞ্চলে ৮.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল তার পর ২০২০ সালে, সমুদ্রের তলদেশের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে অ্যান্টার্কটিকার কাছাকাছি অঞ্চলে ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে।
আরও পড়ুনঃ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বন্যা – ‘জ্যানক্লিয়ান মেগাফ্লাড’
রেকর্ড বলছে তার পরবর্তী ২ বছরে ছোটবড় ভূমিকম্পের সংখ্যা ৮৫ হাজারেরও অধিক। বর্তমান সময়ে আবার ভূমিকম্পের সংখ্যায় বৃদ্ধি হচ্ছে।
এই সময়কালে মাউন্ট ইরেবাস (অ্যান্টার্কটিকার রস দ্বীপের একটি সক্রিয় আগ্নেয়গিরি এবং এটি পৃথিবীর সবচেয়ে দক্ষিণের সক্রিয় আগ্নেয়গিরি) অধিকমাত্রায় লাভা উদগীরণ শুরু করে।
আরও পড়ুনঃ পয়সার গরম তো জীবনে অনেক দেখলেন; বিদ্যার গরম দেখেছেন না শুনেছেন কখনও?
এছাড়া অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ডে আরও চারটি আগ্নেয়গিরি সক্রিয়, যেগুলি হল: মেলবোর্ন, বার্লিন, কফম্যান এবং ট্রাইয়ার। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে অ্যান্টার্কটিকায় সক্রিয় ও নিষ্ক্রিয় ৪৭ টা আগ্নেয়গিরি রয়েছে।
বর্তমানে অ্যান্টার্কটিকা জুড়ে ভূমিকম্পের সংখ্যায় বৃদ্ধি প্রকৃতির ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ ।





