শিবনাথ প্রধান, সাঁতরাগাছি, হাওড়া:
জাপানের উপকূলীয় এলাকার কাছে সমুদ্রগর্ভে অবস্থিত তামু ম্যাসিফ আগ্নেয়গিরিটির খোঁজ পাওয়া গিয়েছিল দুই দশক আগে। তখন কেউ বুঝতে পারেনি, এটিই পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি এবং বয়স আনুমানিক সাড়ে ১৪ কোটি বছর।
আরও পড়ুনঃ অভিষেককে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা! চড়ল রাজনৈতিক পারদ
মঙ্গলগ্রহে অবস্থিত গোটা সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি অলিম্পাস মনসের সঙ্গেই কেবল তুলনা চলে তামু মাসিফের। এটির সুবিশাল আকৃতি সম্পর্কে দুই দশক আগে কল্পনাও করা যায়নি।
প্রশান্ত মহাসাগর (জাপানের প্রায় ১,৬০০ কিমি পূর্বে) এটি বর্তমানে পৃথিবীর একক বৃহত্তম আগ্নেয়গিরি হিসেবে স্বীকৃত। তামু ম্যাসিফ একটি বিশাল সামুদ্রিক মালভূমির অংশ। এর আয়তন প্রায় ৩১০,০০০ বর্গ কিলোমিটার, যা প্রায় নিউ মেক্সিকো রাজ্যের সমান।
আরও পড়ুনঃ চন্দননগরই দেখায় বিশেষত্ব! উত্তর থেকে দক্ষিণ মা চললো রেললাইন দিয়ে
এটি একটি একক কেন্দ্র থেকে নির্গত লাভার মাধ্যমে গঠিত হয়েছিল বলে বিজ্ঞানীরা মনে করেন।
তামু ম্যাসিফের শীর্ষস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৯৮০ মিটার (৬,৫০০ ফুট) নীচে এবং এর ভিত্তি প্রায় ৬.৪ কিমি (৪.০ মাইল) গভীরে বিস্তৃত। আগ্নেয়গিরিটি প্রায় ৪,৪৬০ মিটার (১৪,৬২০ ফুট) উঁচু, সমুদ্রের তলদেশে দাঁড়িয়ে আছে।





