রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনায় পুলিশের একাংশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, ধারাবাহিক ভাবে এমন ঘটনা ঘটে চললেও, গোয়েন্দারা কেন আগে থেকে সেই খবর জানতে পারছেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। সেই সঙ্গে সাম্প্রতিক কালে রাজ্যে বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা নিয়েও উদ্বেগ বেড়েছে পুলিশ। এই পরিস্থিতিতে গণপিটুনি ও ডাকাতির ঘটনা রুখতে পুলিশের জন্য নির্দেশিকা জারি করল ভবানী ভবন।
মঙ্গলাবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপদস্থ পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেই বৈঠকেই গণপিটুনি আটকাতে ব্যর্থ হওয়া পুলিশকে তিরস্কার করেছিলেন তিনি। সতর্ক করে দিয়ে বলেছিলেন, ‘‘এই ধরনের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। পুলিশকে চোখ-কান খোলা রাখতে হবে। পুলিশের নজরদারি আরও বাড়াতে হবে। এলাকায় এলাকায় পুলিশকে সোর্স তৈরি করতে হবে। খবর পাওয়া মাত্রই পুলিশকে ব্যবস্থা নিতে হবে।’’ তার প্রেক্ষিতেই ভবানী ভবন থেকে জারি হল ১১ দফা নির্দেশিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *