সাঁকরাইলের পোদরাঘাট , বালিঘাট (জেটিয়াঘাট), বেলুড়ের জগন্নাথঘাট, বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র মিললেই শুরু হবে হাওড়ার ৩ জেটিঘাট নির্মাণের কাজ

জলপথে হাওড়ার সঙ্গে কলকাতা সহ জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে তিনটি জেটিঘাট নির্মাণের জন্য শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর ফেব্রুয়ারিতে হাওড়ায় প্রশাসনিক সভা থেকে তিনি ওই শিলান্যাস করেন। এতদিনে বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া এগিয়েছে। অপেক্ষা কেবল পোর্ট ট্রাস্ট বা বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্রের।
প্রশাসন সূত্রে খবর, বালিঘাট (জেটিয়াঘাট), বেলুড়ের জগন্নাথঘাট এবং সাঁকরাইলের পোদরাঘাট বেছে নেওয়া হয়েছে এই কাজের জন্য। সবকিছু ঠিকঠাক চললে জুলাই বা আগষ্ট মাসে পন্টুন, গ্যাংওয়ে সহ নতুন জেটি নির্মাণের কাজ শুরু হওয়ার কথা। তারপর এই ঘাটগুলি থেকে কলকাতা সংযোগকারী রুটে যাত্রীবাহী ভেসেল পরিষেবার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *