Friday, 1 August, 2025
1 August, 25
Homeআন্তর্জাতিক নিউজআগরতলায় উপদূতাবাসে হামলা: ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করল মুহাম্মদ ইউনূস প্রশাসন

আগরতলায় উপদূতাবাসে হামলা: ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করল মুহাম্মদ ইউনূস প্রশাসন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে হামলার ঘটনায় বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করল সে দেশের সরকার। মঙ্গলবার তাঁকে তলব করেছে মুহাম্মদ ইউনূস প্রশাসন। স্থানীয় সময় বিকেল ৪টের সময় ভারপ্রাপ্ত বিদেশ সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দফতরে যান বর্মা।

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে গত কয়েক দিন ধরেই দু’দেশের সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দু’দেশের সাম্প্রতিক ঘটনাবলির মাঝে সোমবার ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও পুলিশের শীর্ষস্তরের এক আধিকারিক-সহ চার জনকে সাসপেন্ড করা হয়েছে। ওই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি।

এই মুহূর্তে

আরও পড়ুন