Saturday, 2 August, 2025
2 August, 25
Homeদেশআদানি ডিফেন্সের হাত ধরে নজরদারি ক্ষমতা বাড়ল নৌসেনার

আদানি ডিফেন্সের হাত ধরে নজরদারি ক্ষমতা বাড়ল নৌসেনার

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নৌসেনার জন্য ভারতে তৈরি প্রথম ড্রোন হল ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’। দেশীয় প্রযুক্তিতে এই ড্রোন তৈরি করে আদানি ডিফেন্স। চলতি বছরের শুরুর দিকে আদানি ডিফেন্স প্রথম দৃষ্টি-১০ স্টারলাইনার ড্রোন তৈরি করে নৌসেনার হাতে তুলে দিয়েছিল।

ভারতীয় নৌসেনার হাতে দ্বিতীয় দৃষ্টি-১০ স্টারলাইনার ড্রোন তুলে দিল আদানি ডিফেন্স ও এরোস্পেস। এর ফলে সমুদ্রে জাহাজের অবস্থান এবং জলদস্যুদের উপর নজরদারিতে সুবিধা হবে নৌসেনার। দেশীয় প্রযুক্তিতে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতেও ক্রমশ স্বনির্ভর হয়ে উঠছে ভারত।

নৌসেনার জন্য ভারতে তৈরি প্রথম ড্রোন হল ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’। দেশীয় প্রযুক্তিতে এই ড্রোন তৈরি করে আদানি ডিফেন্স। চলতি বছরের শুরুর দিকে আদানি ডিফেন্স প্রথম দৃষ্টি-১০ স্টারলাইনার ড্রোন তৈরি করে নৌসেনার হাতে তুলে দিয়েছিল। আদানি ডিফেন্সের তরফে জানানো হয়, অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই স্বয়ংক্রিয় ড্রোন তৈরি করা হয়েছে। আকাশপথে নজরদারি চালাতে নৌসেনাকে সাহায্য করবে এই ড্রোন। ঝড়-ঝঞ্ঝা সইতেও সক্ষম আদানি ডিফেন্সের দৃষ্টি-১০ স্টারলাইনার ড্রোন।

একটানা ৩৬ ঘণ্টা আকাশে উড়তে পারে এই ড্রোন। ৪৫০ কেজি পেলোডও বইতে পারে আদানি ডিফেন্সের তৈরি এই দৃষ্টি-১০ স্টারলাইনার ড্রোন। উড়তে পারে যেকোনও আবহাওয়ায়। নির্ধারিত আকাশপথে দৃষ্টি-১০ স্টারলাইনার ড্রোন যেমন উড়তে পারবে, তেমনই নির্দিষ্ট আকাশপথের বাইরে উড়তে পারে।

শিল্পপতি গৌতম আদানির হাত ধরে দেশীয় প্রযুক্তিতে অত্যাধুনিক ড্রোন তৈরিতে এগিয়ে চলেছে ভারত। হায়দরাবাদে আদানি এরোস্পেস পার্কে তৈরি হয় এই ড্রোন। ১০ থেকে ৩০ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় উড়তে পারে দৃষ্টি-১০ স্টারলাইনার।

এর আগে ভারতীয় সেনার হাতেও দৃষ্টি-১০ স্টারলাইনার ড্রোন তুলে দিয়েছে আদানি ডিফেন্স। জুন মাসে সেনার হাতে একটি ড্রোন তুলে দেওয়া হয়। ভারতীয় সেনা দুটি দৃষ্টি-১০ স্টারলাইনার ড্রোনের অর্ডার দিয়েছে।

প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারত স্বনির্ভর হওয়ার দিকে এগিয়ে চলেছে। আর সেই যাত্রায় বড় ভূমিকা রয়েছে আদানি ডিফেন্সেরও।

এই মুহূর্তে

আরও পড়ুন