Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গআবার শিরোনামে অনিত থাপা তৃণমূলের সাথে নতুন সমীকরন?

আবার শিরোনামে অনিত থাপা তৃণমূলের সাথে নতুন সমীকরন?

মাঝে কয়েক মাস  একেবারে অজ্ঞাতবাসে ছিলেন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:

লোকসভা ভোটের ভোর ফর অস্তাচলে চলে গিয়েছিলেন তিনি। অনিত থাপা যেন একজন আগন্তুক।  এই আসছেন আবার এই চলে যাচ্ছেন।  সবাই ভেবেছিল পাহাড়ের সমীকরণ একেবারে বদলে যাবে  অনিত থাপার কথায়। কিন্তু বাস্তবে তা হয়নি। তৃণমূল মুখ থুবড়ে পড়েছে , আর তিনিও ব্যর্থ। মাঝে কয়েক মাস  একেবারে অজ্ঞাতবাসে ছিলেন তিনি।  আবার তিনি সামনে আসতে চাইছেন, মুখ্যমন্ত্রী আর একবার তাকে  ভরসা করতে চান। জানিয়েছেন অনিত থাপা। তবে মুখ্যমন্ত্রী তাকে ঠিক কতটা  নির্ভর করবেন, এটা আপাতত সময় বলে দেবে। মুখ্যমন্ত্রী কি  আবার দায়িত্ব দেবেন তাকে? না, শুধুমাত্র  দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোট আসতে  আরো ১৫ থেকে ১৬ মাস দেরি, তাই গুছিয়ে নেওয়ার সময় এখনো আছে।  পাহাড়ের ভোট ভাঙবেন? ভাঙ্গা যাবে কি? ১৫ মাস পরেই তা বোঝা যাবে। তবে  হবে এভাবে বুঝিয়ে দিয়েছেন আবার মাঠে নামতে চান।

এই মুহূর্তে

আরও পড়ুন