কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি
রাত হলেই তৈরি হয় সমস্যা, শীতের রাতে কোন রোগীর সাথে থাকতে গেলেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি থাকার রোগীর আত্মীয়দের সমস্যা বেড়ে যায়। প্রথমত থাকার জায়গা নেই, দ্বিতীয়ত খাবারে সমস্যা। এই ঠান্ডার মধ্যেও যদি রাত্রিবেলা আপনাকে টাকা দিয়ে ঠান্ডা খাবার খেতে হয়, তবে কি রকম সমস্যা তৈরি হয়? অনেকেই জানিয়েছেন রোগীদের শান্তির জন্য অনেক রোগীর আত্মীয় স্থির করেন রাতে থাকবেন বলে, কিন্তু রাত্রের ইতিহাস পরদিন ভোরে শোনার পরে স্বয়ং রোগী বলে দেন থাকার দরকার নেই আমি একাই থাকবো। এত দুরবস্থা কবে থেকে তৈরি হলো জানেন না কেউই। মাঝে একটু ভালো হয়েছিল অবস্থা, তারপর আবার জেগে সেই। রাত্রিবেলা সাতটার পরে চাপ পাওয়া মুশকিল, অন্যান্য খাবারের অবস্থা ও তথই বচো। রাতে রুটি এবং তার সাথে তরকারি অর্ডার করলে, যে নিয়ে আসে তাকেও টাকা দিতে হয়। টাকা দিলেও যে ভালো খাবার পাবেন আপনি এই কোন গ্যারান্টি নেই। রোগীদের আত্মীয় অভিযোগ, খাবার পরে শোয়া নিও ঝামেলা। বাড়ি থেকে বালিশ চাদর নিয়ে এসেও সমস্যায় পড়তে হয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে জানালে জানানো হলে তারা জানান আমরা চেষ্টা করছি। রোগীদের আত্মীয়দের অভিযোগ কিভাবে হবে সমাধান? গোটা শীতে কি এই ভাবেই চলবে? উত্তর জানা নেই কারো।