Saturday, 2 August, 2025
2 August, 25
Homeগল্পকবিতা-"ফেলে যাওয়া দিনগুলো" - সৌমেন মুখোপাধ্যায়

কবিতা-“ফেলে যাওয়া দিনগুলো” – সৌমেন মুখোপাধ্যায়

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কবিতা
ফেলে যাওয়া দিনগুলো
সৌমেন মুখোপাধ্যায়

সুখ শান্তি দুঃখ নিয়ে
আনন্দে কষ্টে কাটানো
জীবনের শেষ
ফেলে আসা দিনগুলো
কভু কি আসে ফিরে ?
মনের গভীরে কত যে ব্যথা
চিত্রপটে কি দৃশ্য হয় ?
সংসারপালন বড় জীবন
সন্তানপালন আরো যে বড় হয়
সেই দিনগুলো কি ফিরে আসে ?
ছায়ার মতো বিবাহিত জীবন
হারিয়ে যায় ক্ষণিকের তরে
কেউ কি ফিরে পায় ?
হারিয়ে যাওয়া বাল্যজীবন
শৈশবে পড়াশুনা
কর্মজীবন করতে হয় ধন্য
কেউ কি পায় পুরানো জীবন?
মিলিয়ে যায় নশ্বর দেহ
হারিয়ে যায় নাম
পরিচয় হার মানে অর্থই জীবন
ফিরে কি পায় সেইসব কেউ ?
ফিরে কি পায় ফেলে আসা দিন
আসে না ফিরে পুনর্জীবন
আসে না ফিরে ফেলে আসা দিন।।।

এই মুহূর্তে

আরও পড়ুন