
কুশল দাসগুপ্ত, (শিলিগুড়ি)
শৈল শহর এখন কুয়াশায় ভরা। বারোটা সাড়ে বারোটার আগে রোদ উঠছে না । মানুষ সমস্যায় পড়ে যাচ্ছেন। এরপরে কনকনে হাওয়া এবং ঠান্ডা। তাপমাত্রা নেমে গেছে অনেকটাই, রোদ না উঠলে মানুষ যেতে পারছেন না , টাইগার হিল দেখতে। কুয়াশার জন্য অনেকেই আটকে আছেন পাহাড়ের রাস্তায়। দার্জিলিং এ পরপর তিনদিন কুয়াশা ভরা সকালে মানুষ অনেকটাই হোটেল ছেড়ে বের হতে দ্বিধাবোধ করছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী সাত দিন একই আবহাওয়া থাকবে। পর্যটকদের অধিকাংশই জানিয়েছেন রোদ না উঠলে বাইরে বেরোতে পারতেন না তারা। বরফে থাকা শরীরে শহর এখন সত্যি মায়াবী হয়ে গেছে। প্রয়োজন না হলে বাইরে বের হতে পারছেন না অনেকেই। দার্জিলিং এর পাশাপাশি মিরিকেও ও একই অবস্থা। কুয়াশা এবং ঠান্ডা হাওয়া ঘরে আটকে গেছে মানুষ। বাইরে বের হতে গেলে লাগছে তিনগুণ গরম কাপড়। তাই চাইলেও বের হতে পারছেন না অনেকে।