Wednesday, 15 October, 2025
15 October
Homeসমস্তট্রেনে তো চড়েন, DEMU,EMU, MEMU-র তফাত জানেন? ট্রেনে তো চড়েন, DEMU,EMU, MEMU-র...

ট্রেনে তো চড়েন, DEMU,EMU, MEMU-র তফাত জানেন? ট্রেনে তো চড়েন, DEMU,EMU, MEMU-র তফাত জানেন?

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দিব্যেন্দু যশ

ট্রেনে নিত্য যাতায়াত করলেও অনেকে DEMU, EMU, MEMU-র তফাত জানেন না। এর জেরে কখনও কখনও সমস্যায় পড়তে হয়।

ট্রেনে নিয়মিত যাতায়াত করেন লক্ষ লক্ষ যাত্রী। সেই সূত্রে DEMU, EMU, MEMU শব্দগুলি অনেকেই শুনে থাকবেন।

এই তিনটি মূলত ট্রেনের ইঞ্জিনের উপর নির্ভর করে। ট্রেনের ইঞ্জিন কোন শক্তির উপর নির্ভর করে কাজ করছে সেই মাফিক এর নামকরণ।

আবার ইঞ্জিনের ধরনের উপর নির্ভর করে এর গতি, বগি সংখ্যা ইত্যাদি। প্রথমে জেনে নেওয়া যাক এই আদ্যাক্ষরগুলির পুরো নাম কী।

DEMU-র পুরো অর্থ ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। এগুলি মূলত তিনরকম হয় — ডিজেল বৈদ্যুতিক ডেমু, ডিজেল হাইড্রোলিক ডেমু এবং ডিজেল মেকানিক্যাল ডেমু।

এই ট্রেনগুলির প্রতি তিনটে কোচ অন্তর একটি করে পাওয়ার কোচ দেওয়া হয়। এই কারণে এই ট্রেনগুলি শক্তি সাশ্রয়ী ট্রেনও বটে।

EMU-র পুরো নাম ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। এই ট্রেন কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো বড় শহরগুলিতে চালানো হয়। বিদ্যুতের সাহায্যে ট্রেনগুলি চালাতে এক ধরনের প্যানটোগ্রাফ ব্যবহার করা হয়।

এই ট্রেনগুলির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ১০০ কিলোমিটার। ট্রেনগুলিতে ১২ থেকে ১৬টি কোচ থাকে যাত্রীদের জন্য।

অন্যদিকে MEMU-র পুরো অর্থ মেনলাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। এই ধরনের ইঞ্জিনগুলি উন্নত এবং উচ্চ প্রযুক্তির। এগুলি ২০০ কিলোমিটারের বেশি দূরত্ব পেরোতে ব্যবহার করা হয়।

এই ধরনের ইঞ্জিন যে ট্রেনে লাগানো হয়, সেখানে প্রতি চারটি কোচ অন্তর একটি করে পাওয়ার কার ব্যবহার করা হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন