Sunday, 3 August, 2025
3 August, 25
Homeসমস্তদু দেশের মধ্যে সম্পর্কের জের ফিরল মিতালী এক্সপ্রেস

দু দেশের মধ্যে সম্পর্কের জের ফিরল মিতালী এক্সপ্রেস

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, (শিলিগুড়ি)

দু দেশের মধ্যে সম্পর্কের জেরে, অনেকদিন ধরেই বন্ধ ছিল ভারত বাংলাদেশ এরমধ্য চলাচলকারী মিতালী এক্সপ্রেস। অবশেষে দু দেশের মধ্যে আলোচনার পর আজকে এনজিপি ফিরল মিতালী এক্সপ্রেস। ফিরল একেবারে জনবিচ্ছিন্ন হয়ে। কামরাগুলির অবস্থা ও একেবারে শোচনীয়। জল ছাড়া এমনকি দরজা-জানলার অবস্থা ও খারাপ। এনজিপি আজ এসে পৌঁছানোর সাথে সাথে, তৎপরতা শুরু হয়েছে রেল কর্মীদের মধ্যে। জানা গেছে আপাতত শেডে রাখা হবে মিতালী এক্সপ্রেস কে। আপাতত আর চলবার সম্ভাবনা নেই, মিতালী এক্সপ্রেসের। কয়েক মাস আগে ধুমধাম করে নানা ধরনের অনুষ্ঠান করে শুরু হয়েছিল মিতালী এক্সপ্রেসের যাত্রা। আপাতত তা ঠান্ডা ঘরে চলে গেল, সেই সাথে বন্ধ হয়ে গেল বহু লোকের আসা এবং আকাঙ্ক্ষা। বন্ধ হয়ে গেল বাণিজ্যিক লেনদেন। এবং বন্ধ হয়ে গেল বাংলাদেশী পর্যটকদের ট্রেনে করে ভারতে আসা। জানা গেছে আপাতত কোন সম্ভাবনাই নেই এই ট্রেনে যাত্রার। সম্পর্ক ভালো হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না আপাতত, তাই বন্ধ মিতালী এক্সপ্রেস।

এই মুহূর্তে

আরও পড়ুন