Wednesday, 15 October, 2025
15 October
Homeদক্ষিণবঙ্গনাকা চেকিং চলাকালীন হুগলি জেলার ভান্ডাহাটি ও ফিটার রোড রাস্তায় সন্দেহজনক ভাবে...

নাকা চেকিং চলাকালীন হুগলি জেলার ভান্ডাহাটি ও ফিটার রোড রাস্তায় সন্দেহজনক ভাবে একটি দশ চাকা লরিকে আটক

হুগলি জেলার ভান্ডাহাটি ও ফিটার রোড রাস্তায় সন্দেহজনক ভাবে একটি দশ চাকা লরিকে আটক

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাহেব দাস, হুগলি:

বুধবার রাতে নাকা চেকিং চলাকালীন হুগলি জেলার ভান্ডাহাটি ও ফিটার রোড রাস্তায় সন্দেহজনক ভাবে একটি দশ চাকা লরিকে আটক করা হয়, পরবর্তী সময় ওই দশ চাকা লরি থেকে পাটের বস্তার  নিচে থেকে ৫০ কেজি ওজনের ৪০০ বস্তা সরকারি সীলমোহর দেওয়া চাল  উদ্ধার করে ধনিয়াখালি থানার পুলিশ, যেগুলি রেশনের চাল বলে আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে, ওই চালের বস্তার উপর গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই স্ট্যাম্প মারা আছে, ওই লরির ডাইভার ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে, এই চাল কোত্থেকে কিভাবে এলো এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তারি তদন্ত করছে ধনিয়াখালি থানার পুলিশ, আপাতত ওই লরির ড্রাইভার ও খালাসি কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে

এই মুহূর্তে

আরও পড়ুন