spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeদেশবরফ ঘিরে রেখেছে গোটা উত্তর সিকিমকে, তাপমাত্রা কমে তিন ডিগ্রি সেলসিয়াস

বরফ ঘিরে রেখেছে গোটা উত্তর সিকিমকে, তাপমাত্রা কমে তিন ডিগ্রি সেলসিয়াস

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, (শিলিগুড়ি)

গোটা সিকিম , বরফের চাদরে মোড়া। সিকিমের লাচুঙ্গে গতকাল বরফের ঢেকে যায়। তাপমাত্রা নেমে যায় অনেকটাই। যাতায়াতের পথ একেবারেই আটকে গেছে। সব থেকে বেশি বরফ পড়েছে লাচুঙ্গে। তাপমাত্রা কমে গেছে অনেকটাই। বরফে ঢাকা লাচুং এখন অনেকটাই শীতল পরিবেশ তৈরি করেছে।

পর্যটকেরা বেরতে সাহস করছেন না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা আরো নিচের দিকে নামতে পারে। সিকিমের এখন দিন প্রায় নেই বললেই চলে দিনের বেলা আলো জ্বালিয়ে পার হতে হয় সব কিছু. আলো না থাকলে গাড়ি আটকে রাখা হচ্ছে.। গোটা সিকিম জুড়ে একই অবস্থা।

এরই মধ্যে হুড়হুড়ি পর্যটকদের লেগে যায় বরফ দেখতে। হোটেল কর্তৃপক্ষের বারণ সত্ত্বেও বহু মানুষ সকাল থেকে রাত পর্যন্ত সিকিমের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে বাইরে বেরিয়ে পড়েছেন। তাপমাত্রা কমে যাওয়ায় , বড় আরো বাড়তে থাকে। দক্ষিণ সিকিমের তুলনায় উত্তর সিকিমে আবহাওয়া অনেকটাই ঠান্ডা। সেদিন আবহাওয়া খারাপ হওয়ায় সিকিমে আসা বহুবার রাস্তায় আটকে দেয়, সিকিম প্রশাসন। আবার উন্নতি না হলে চলার অনুমতি দেওয়া হচ্ছে না গাড়িগুলিকে। সিকিমের পাশাপাশি দার্জিলিং ও ঠান্ডা আগের চাইতে অনেকটাই বেড়ে গেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন