Friday, 1 August, 2025
1 August, 25
Homeরাজ্যবাংলাদেশ নিয়ে কেন্দ্রের পরামর্শ মেনেই চলবেন, বিধানসভায় জানালেন মমতা

বাংলাদেশ নিয়ে কেন্দ্রের পরামর্শ মেনেই চলবেন, বিধানসভায় জানালেন মমতা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও এক বার দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তিনি জানান, বাংলাদেশের বিষয়ে কেন্দ্রের পরামর্শ মেনেই চলবেন তাঁরা। তবে একই সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

বিধানসভায় সোমবার মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দিন প্রধানমন্ত্রী। যদি তাঁর কোনও অসুবিধা থাকে, তবে বিদেশমন্ত্রী বিবৃতি দিন।”একই সঙ্গে বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষক বাহিনী (পিস কিপিং ফোর্স) পাঠানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় সরকার বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর ব্যবস্থা করুন।”

এই মুহূর্তে

আরও পড়ুন