Saturday, 2 August, 2025
2 August, 25
Homeসমস্তবাবরি ধ্বংসের দিনে তৃণমূলের সংহতি দিবস, বন্ধ থাকছে শীতকালীন অধিবেশন, ময়দানে এবার...

বাবরি ধ্বংসের দিনে তৃণমূলের সংহতি দিবস, বন্ধ থাকছে শীতকালীন অধিবেশন, ময়দানে এবার অব্বাসও

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

 কেটেছে তিন দশশের বেশি সময়। সময় দেখলে একেবারে ৩১ বছর। মাথা তুলেছে মন্দির। কিন্তু এখনও বাবরি মসজিদ ধ্বংসের দিন বঙ্গ রাজনীতির আবর্তে ঘুরপাক খাচ্ছে। তা না হলে কেন ৬ ডিসেম্বরকে ঘিরে রাজনৈতিক দলগুলো কর্মসূচি নিচ্ছে? দল আলাদা। কর্মসূচির নাম পৃথক। কিন্তু সবটাই বাবরি মসজিদকে কেন্দ্র করেই। 

রাজ্যের শাসকদল তৃণমূল সংহতি দিবস পালন করবে। কেন্দ্রীয়ভাবে কর্মসূচি নেই। কিন্তু রাজ্যের বিভিন্ন ব্লক, পুরসভা, শহরে কর্মসূচির ডাক দিয়েছে তারা। সেই কর্মসূচির জন্যই বিধানসভার শীতকালীন অধিবেশনের ৬ ডিসেম্বর, শুক্রবার বন্ধ রাখা হয়েছে। যাতে বিধায়করা কর্মসূচিতে অংশ নিতে পারেন, কর্মসূচি জন্য উদ্যোগ নিতে পারেন। 

সদ্য ফেলা আসা বছরগুলির দিকে তাকালে দেখা যাবে ইতিহাসের তৃণমূল জমানায় এই প্রথম সংহতি দিবস পালনের জন্য বিধানসভার অধিবেশন বন্ধ রাখা হল। কেন অধিবেশন বন্ধ হবে? তা নিয়ে বিধানসভার অন্দরে সুর চড়িয়ে ক্ষান্ত হয়নি বঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। তারা বাবরি মসজিদ ধংসের দিন শৌর্য দিবস পালন করবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মসূচি করবে পদ্ম শিবির। শহর কলকাতায় শ্যামবাজার থেকে সিঁথি মোড় পর্যন্ত মিছিল করবে তারা। নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী।

তবে তৃণমূল আর বিজেপির বাইরে থাকা একমাত্র বিধায়কের দল আইএসএফ ধিক্কার দিবস কর্মসূচি ডাক দিয়েছে। দলের চেয়ারম্যান উত্তর ২৪ পরগনার বসিরহাটের খোলাপোতায় এই কর্মসূচিতে থাকবেন। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকীর কর্মসূচি করার কথা ভাঙরের বিজয়গঞ্জ বাজারে। যদিও তা অরাজনৈতিক ব্যানারে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে, মেরুকরণ ক্রমশ পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে মাথা তুলছে। এহেন আবহে বাবরি মসজিদ ভাঙার দিন নানা কর্মসূচি বঙ্গের শাসক বা বিরোধী কিংবা আইএসএফের। যা বঙ্গ রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন তাঁরা। 

এই মুহূর্তে

আরও পড়ুন