Saturday, 2 August, 2025
2 August, 25
Homeগল্প"বিসর্জন " সৌমেন মুখোপাধ্যায়

“বিসর্জন ” সৌমেন মুখোপাধ্যায়

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

“বিসর্জন “
সৌমেন মুখোপাধ্যায়

গাড়ী থেকে নামার পর সবাই মিলে বাংলোর একটা বড় হলঘরে প্রবেশ করে। হলঘরটা দামী দামী আসবাবপত্রে ভর্তি – কাচের আলমারি, শৌখিন মাটির জিনিসপত্র, বই-এর আলমারি ইত্যাদি। অতিথিদের বসার জন্য শোভা, চেয়ার- টেবিলও আছে। প্রাত্যহিক দিনের খবর জানার জন্য খবরের কাগজ টেবিলে রাখা আছে। এছাড়া পাঁচটা বড় ঘর, রান্নাঘর, স্নানের ঘর, গেস্ট রুম ইত্যাদিও আছে।
দেশমুখবাবু একটা ঘর দেখিয়ে বলে, “আজ থেকে আপনারা এই ঘরে থাকবেন। যদি কোন অসুবিধা হলে বাবুর্চিকে বলবেন। দেখবেন ঘরটা একটু অগোছালো, লক্ষ্মীর হাতের স্পর্শে যদি গোছালো হয়ে যায়। ” চলে যাওয়ার জন্য একপা বাড়ালেন তারপর ঘুরে দাঁড়িয়ে বলে, “পাশে স্নানের ঘর, রান্নাঘর সব আছে। নিজের ঘর মনে করে থাকবেন। এখন হাতমুখ ধুয়ে জলখাবার খেয়ে বিশ্রাম করুন পরে কথা হবে।” এই বলে ঘর থেকে দেশমুখবাবু বেরিয়ে যায়।
অনিল আর শিউলী ঘরটার দিকে তাকিয়ে দেখে সারাঘর বিভিন্ন দামী দামী জিনিসপত্রে ভরে আছে। পালঙ্ক, চেয়ার- টেবিল ইত্যাদি।

এই মুহূর্তে

আরও পড়ুন