Thursday, 16 October, 2025
16 October
Homeরাজ্য‘ভাববেন না, বসে ললিপপ খাব…’, বিধানসভার ভাষণে মমতা

‘ভাববেন না, বসে ললিপপ খাব…’, বিধানসভার ভাষণে মমতা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

“দাঙ্গা হিন্দু করে না। দাঙ্গা মুসলমান করে না। দাঙ্গা করে কিছু সমাজবিরোধী।”

এবার কেবল কলকাতা নয়, বাংলা-বিহার-ওড়িশা দখলের ডাক দিয়েছেন বিএনপি নেতা। তা নিয়ে শোরগোল। ওপার বাংলার সেই হুঁশিয়ারির আঁচ পড়ল বিধানসভাতেও। বিএনপি নেতাকে চরম কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বিধানসভার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে মমতা বলেন, “যাঁরা বলছেন দখল করবেন, তাঁরা ভাববেন না, আমরা বসে ললিপপ খাব।” তিনি আরও বলেন, “আপনার সেই ক্ষমতা নেই। আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু ধৈর্য্যের পরীক্ষা দিই।”

দুদিন আগেই দেখা যায়, বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মীরা চার দিনের মধ্যে কলকাতা দখলের ডাক দিয়েছিলেন। তা নিয়ে এপার বাংলায় কম কৌতুক হয়নি। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সোমবার  ভারত-বাংলাদেশ বিদেশ মন্ত্রক পর্যায়ের বৈঠক। সোমবারই ঢাকা পৌঁছেছেন  ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রির। বাংলাদেশের বিদেশসচিব মুহম্মদ জশিম উদ্দিনের সঙ্গে তাঁর বৈঠক হবে ঢাকায়।  কিন্তু তার আগেই বিএনপি নেতা রুহুল কবির রিজভির বক্তব্যে শোরগোল। তিনি কেবল কলকাতা নয়, একত্রে বাংলা-বিহার ওড়িশা দখলের ডাক দিয়েছেন।

তাঁর বক্তব্যের ভিডিয়ো সামনে আসতেই শোরগোল। তিন দিন পর বিধানসভায় অধিবেশন ছিল সোমবার। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে উঠতেই বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন। তখনই এই হুঁশিয়ারি নিয়ে বিএনপি নেতাকে কটাক্ষ করেন তিনি। অধিবেশন কক্ষে দাঁড়িয়েই নাম না করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। মমতা বলেন, “যাঁরা দখলের কথা বলছেন, তাঁরা ভেবে নেবেন না, আমরা ললিপপ খাব। অতিরিক্ত কথা বলে প্ররোচনা সৃষ্টি করবেন না।” সঙ্গে এটাও স্পষ্ট করলেন, ‘আমরা দাঙ্গা চাই না।’ বাংলাদেশ নিয়ে ফেক ভিডিয়ো বাজারে চলছে বলেও মমতা দাবি করেন।

প্রসঙ্গত, অধিবেশনের প্রথম দিনই বাংলাদেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী বাংলার অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। এক্ষেত্রে বাংলা যে কেন্দ্রের করা পদক্ষেপেই চলবে, তা আগেই জানিয়ে দিয়েছিলেন মমতা। কিন্তু এহেন বারবার হুমকির পর এবার তিনিও পাল্টা হুঁশিয়ারি দিলেন তিনি।

এই মুহূর্তে

আরও পড়ুন