
কুশল দাসগুপ্ত, (শিলিগুড়ি)

আজকে থেকে কলকাতায় মাটির নিচ দিয়ে নিকাশি ব্যবস্থার কাজ শুরু হলো। কলকাতার ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি নিজে দাঁড়িয়ে থেকে এই নিকাশি ব্যবস্থার সূচনা করলেন। তিনি জানালেন আমার অনেক দিনের ইচ্ছে এবং স্বপ্ন ছিল মাটির নিচ দিয়ে নিকাশি ব্যবস্থার কাজ শুরু করা। ঈশ্বরের আশীর্বাদ এবং আমার ওয়ার্ডের মানুষের ভালোবাসার কারণে এই কাজ আমি শুরু করতে পারলাম। এই নিকাশি ব্যবস্থা মানুষের উপকারই করবে, বহু সমস্যার সমাধান হবে। এবং মানুষের অসুবিধা অনেকটাই লাঘব হবে। আমার কাজ মানুষকে পরিষেবা দিয়ে মানুষকে নিরাপত্তা দাওয়া, প্রতিদিন আমি একটু একটু করে এগিয়ে যাই। শুধু করতে পেরেছি মানুষের আশীর্বাদে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে এবং মানুষের কাছে থাকেন, তিনি আমাদের সবার অনুপ্রেরণা। তার অনুপ্রেরণা তেই আমি এই কাজ করতে পারছি, জানালেন কলকাতার ১০৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।