Friday, 1 August, 2025
1 August, 25
Homeউত্তরবঙ্গমিড ডে মিলের পাতে উধাও ডিম, সমস্যায় উত্তরবঙ্গ

মিড ডে মিলের পাতে উধাও ডিম, সমস্যায় উত্তরবঙ্গ

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:

মিড ডে মিলের পাতে আর  পাওয়া যাচ্ছে না  ডিম। সমস্যা বেড়েছে। উত্তরবঙ্গের প্রাথমিক স্কুল গুলিতে, বরাদ্দ বেড়েছে অনেকটাই, তবে ডিম উধাও হয়ে গেছে। এর কারণ কি বাড়তি দাম? প্রশ্ন উঠেছে অভিভাবকদের মনেও, কেন ডিম নেই? বিশেষ করে যেখানে বরাদ্দ বেড়েছে,  কোন কর্তৃপক্ষ জানিয়েছেন বরাদ্দ বাড়ার পর কোন নোটিশ আসেনি তাদের কাছে, কাজে বাড়তি দামের  সুবিধা তারা  পাচ্ছেন না। তাই আপাতত, ডিম বন্ধ। তবে জানুয়ারি থেকে  পড়ুয়াদের পাকে আবার আসতে চলেছে  ডিম এমনটাই দাবি, উত্তরবঙ্গের বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের।  তারা জানিয়েছেন স্কুলে  ডিম বাচ্চাদের পাতে আসবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার ,  ডিম না হলে বাচ্চাদের উৎসাহ কোথা থেকে আসবে, তাই আমাদের আপাতত চেষ্টা থাকছে জানুয়ারি থেকে ডিমের ব্যবস্থা করা। কিভাবে ডিম  আবার বাচ্চাদের পাতে আসতে পারে কত তাড়াতাড়ি সেটাই খতিয়ে দেখছি আমরা। ছোট ছোট পড়ুয়াদের কাছে  যথেষ্ট আকর্ষণীয় দিন, মাছের কাঁটা এবং মাংসের হাড়  আকর্ষণীয় হলেও  ডিমে কোন ঝামেলা নেই, তাই ডিম অধিকাংশ বাচ্চার কাছেই  প্রিয় খাবার। তবে উত্তরবঙ্গে স্কুল গুলিতে  ডিম আবার কবে থেকে আসবে  সেটাই আপাতত প্রশ্ন।

এই মুহূর্তে

আরও পড়ুন