Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গ'মিশেল স্টার্ক বল করবেন আর উদয়ন বাবু ব্যাট করবেন' এটা যতটা হাসির...

‘মিশেল স্টার্ক বল করবেন আর উদয়ন বাবু ব্যাট করবেন’ এটা যতটা হাসির কলকাতাকে দখল করবে বাংলাদেশ সেটাও ততোধিক হাস্যকর

আমি যদি এখন ক্রিকেট খেলতে শুরু করি,  কি অবস্থা হবে সেই অবস্থায় এখন বাংলাদেশের  হতে চলেছে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:

‘মিশেল স্টার্ক বল করবেন আর উদয়ন বাবু ব্যাট করবেন’ এটা যতটা হাসির কলকাতাকে দখল করবে বাংলাদেশ সেটাও ততোধিক হাস্যকর অভিমত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের। আজ তিনি জানালেন  বাংলাদেশ এখন সারা ভারতের কাছে একেবারে হাসির খোরাক। যারা ওদের দেখল, যারা ওদের পাশে থাকলেও  যারা ওদের জন্য সব কিছু করলো, তাদেরকেই  ওরা হাসাচ্ছে। এটা সত্যি হাস্যকর  ওরা যে কি বলছে  কিছুই বোঝা যায় না। আমি যদি এখন ক্রিকেট খেলতে শুরু করি,  কি অবস্থা হবে সেই অবস্থায় এখন বাংলাদেশের  হতে চলেছে। ওরা এমন   অদ্ভুত অল্প কথা বলে যাচ্ছে  যে বলার নয়। ভারতের মতো দেশ  সারা পৃথিবীর কাছে একটা গর্বের বিষয়। গোটা বিশ্ব ভারতকে  সম্মান করে, আর বাংলাদেশ ভারতকে বলছে  কলকাতা দখল করবে। এটা কোনদিন হতে পারে না। আর এই জন্মে তো হবেই না, ওরা স্বপ্ন দেখতে থাকুক  আমরা এগিয়ে যাই, জানালেন উদয়ন গুহ। তিনি আরো জানালেন  এই রকমের অদ্ভুত দেশ  সারা পৃথিবীতে নেই।  আমাদের সবাই এই ধরনের দেশের সামনে  নিজেকে লজ্জিত মনে করি। জানালেন উদয়ন গুহ

এই মুহূর্তে

আরও পড়ুন