কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:
চাকরির বাজার বড়ই খারাপ, একমাত্র ভরসা বিশেষ করে মধ্যবিত্ত ছেলেমেয়েদের হলো কম্পিউটার। আর হাকিম পাড়ার সন্দীপন দাশগুপ্ত নিজে চাকরি না পেলেও যুবক যুবতীদের উৎসাহ দিচ্ছেন কম্পিউটার শেখার জন্য। আজকাল সবাই হতাশায় ভোগেন চাকরি না পাওয়ার কারণে, আমার একটাই কথা হতাশ হয়ো না লড়াই চালিয়ে যাও। জয় তোমাদের হবেই। আমার এখানে এমন বহু ছেলে মেয়ে আছে, যারা হতাশ হয়ে আমার কাছে এসেছিল, কিন্তু আমি মনে করি আমি তাদের সঠিক জায়গায় পৌঁছে দিতে পেরেছি। আমার সেন্টারের মাধ্যম দিয়ে। আমি কোন গর্ব করে বলছি না, আমার সেন্টারের কথা। আমার একটাই কথা তোমরা আর যাই কর হতাশ হয়ো না। এখানে কত ছেলে মেয়ে আছে, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবার থেকে, চাকরির আশায়। তাদের চোখে স্বপ্ন থাকে, ভবিষ্যৎ করতে চায় তারা। অনেকে করতে পেরেছে, এতেই আমার তৃপ্তি, জানালেন সন্দীপন দাশগুপ্ত। তিনি জানালেন শুধুমাত্র আমার কম্পিউটার সেন্টার বলে না, মনের জোর থাকলে যে কোন জায়গা থেকেই , প্রাপ্তি হয় যেটা আমরা পেতে চেষ্টা করি। আমার স্বপ্ন আমার আশা এবং আমার ভবিষ্যৎ, সবকিছুর মধ্যে জড়িয়ে আছে আমার এই কম্পিউটার একাডেমী। আগামী বছর 25 বছর হবে আমার কম্পিউটার একাডেমীর। অনেক ইচ্ছা আছে, দেখা যাক বাস্তবায়ন করা যায় কিনা। জানালেন সন্দীপন দাশগুপ্ত। সবটাই ভগবানের ইচ্ছা, জানালেন তিনি।
তিনি এও জানালেন তার কেরিয়ার একাডেমী আমাদের সবার কাছে বিশেষ করে তার নিজের কাছে একটা স্বপ্ন। তাই তিনি চান তার কাছ থেকে বহু যুবক যুবতী তার স্বপ্নকে সফল করুক।