Sunday, 3 August, 2025
3 August, 25
Homeসমস্তশিলিগুড়িতে কাগজের চায়ের কাপের জায়গায় চলে এসেছে ভাড়ের কাপ

শিলিগুড়িতে কাগজের চায়ের কাপের জায়গায় চলে এসেছে ভাড়ের কাপ

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, (শিলিগুড়ি)

শিলিগুড়িতে বেশীরভাগ দোকানেই এখন মাটির কাপেই দেওয়া হচ্ছে চা। সব জায়গাতেই কাগজের কাপে আর চা দেওয়া হচ্ছে না। দোকানদারেরা জানিয়েছেন মানুষ এখন কাগজের কাপে আর চা খেতে পছন্দ করছেন না। একেবারে দশ টাকায় মাটির ভাড়েই চা খাচ্ছেন তারা। কলকাতায় বহুদিন আগের থেকে শুরু হয়ে গেলেও শিলিগুড়িতে গত একবছর ধরে আসছে মাটির কাপ। আগে কিছু সংখ্যায় আসলেও এখন শিলিগুড়ির সব এলাকাজুড়েই পাওয়া যাচ্ছে মাটির কাপ। বিক্রেতারা জানিয়েছেন আমাদের সুযোগ এবং সুবিধা অনেক বেশী মাটির কাপে চা দেওয়ার ফলে। এতে নোংরাও কম হচ্ছে। কোন অভিযোগ আসছে না। এখন শিলিগুড়িতে ফুটপাত এবং দোকান মিলিয়ে আনুমানিক পনেরো হাজার চায়ের দোকান, প্রায় সব দোকানেই এখন মাটির ভাড়। বিক্রেতারা জানিয়েছেন এতে অনেক সুবিধা আছে। ভবিষ্যতে আমরা পুরোপুরি মাটির ভাড়েই চা বিক্রি করব

এই মুহূর্তে

আরও পড়ুন