Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeসমস্তশিলিগুড়ি পুরসভার উদ্যোগে বীর বিপ্লবী প্রফুল্ল চাকির ১৩৭ তম আবির্ভাব দিবস পালন

শিলিগুড়ি পুরসভার উদ্যোগে বীর বিপ্লবী প্রফুল্ল চাকির ১৩৭ তম আবির্ভাব দিবস পালন

কুশল দাসগুপ্ত, (শিলিগুড়ি)

আজ শিলিগুড়ির ৩০ নম্বর ওয়ার্ডে সুব্রত শিশু উদ্যানে বীর বিপ্লবী প্রফুল্ল চাকীর ১৩৭ তম আবির্ভাব দিবস পালন করা হলো। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বীর বিপ্লবীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন। মেয়র গৌতম দেব জানালেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রফুল্ল চাকীর অবদান কোনদিনও ভুলে যাওয়ার নয়। তার ত্যাগ এবং তার দেশের প্রতি ভালোবাসা , ভারতবর্ষকে এক নতুন অধ্যায়ের সূচনা করিয়েছিল। ইংরেজদের বিন্দুমাত্র ভয় না পেয়ে প্রফুল্ল চাকী তার লক্ষ্য স্থির করে ফেলেছিলেন। শুধুমাত্র আত্মবিশ্বাস এবং মনে দৃঢ় সংকল্পের জোরেই প্রফুল্ল চাকী আজকে ভারতবর্ষের বুকে অমর হয়ে যাবেন, তার কথা সেই সময়কার যুব সমাজকে শুধুমাত্র উদ্দীপ্তই করেনি ভারতবর্ষকে স্বাধীনতা দিতে সাহায্য করেছিল। তিনি জানতেন ইংরেজদের ভয় পেলে চলবে না, সাহসের সাথে তাদের মোকাবিলা করতে হবে। আর সেই সাহসের উপর ভর করে তিনি ইংরেজদের মোকাবিলা করেছিলেন আজকে তার জন্মদিন তাকে শ্রদ্ধা জানিয়ে শিলিগুড়ি পুরসভার তরফ থেকে আমরা হয়তো তার জন্য কিছুটা হলেও কিছু করতে পারলাম। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং শিলিগুড়ি পুরসভার অন্যান্য কাউন্সিলর এবং এমএমআইসিরা।

এই মুহূর্তে

আরও পড়ুন