Thursday, 16 October, 2025
16 October
Homeসমস্ত‘শীঘ্রই সরকারি রাস্তার কাজ শুরু না করলে ব্ল্যাকলিস্টেড করা হবে’- ঠিকাদারদের কড়া...

‘শীঘ্রই সরকারি রাস্তার কাজ শুরু না করলে ব্ল্যাকলিস্টেড করা হবে’- ঠিকাদারদের কড়া বার্তা মেয়রের

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, (শিলিগুড়ি)

অনেকদিন ধরে চলছে, এবারে আর নয় কাজ না শুরু করলে ব্ল্যাকলিস্টেড করা হবে ঠিকাদারদের, এদিন কড়া বার্তা দিলেন মেয়র গৌতম দেব। কে নিয়ে দিন টক টু মেয়র এ জানালেন বারবার বলা সত্ত্বেও ঠিকাদার কাজ শুরু করতে গরি মসি করছেন। এটা ঠিক না । আমি বলে গেলাম কাজ শুরু করুন আপনারা , কাজ না শুরু করলে আমি একটা লিস্ট তৈরি করছি। যাতে করে আপনাদের আর ভবিষ্যতে কাজ পাওয়া শুধুমাত্র মুশকিলই হবে না অসম্ভব হয়ে পড়বে। তাই বারবার বলছি আপনারা কাজ শুরু করুন। এই নিয়ে টক টু মেয়রে শিলিগুড়ির মানুষ অনেকবার আমার কাছে অভিযোগ জানিয়েছেন, আমি কিন্তু কোন উত্তর দিতে পারিনি। আমরা দায়বদ্ধ, মানুষকে পরিষেবা দিতে, কারণ মানুষ আমাদের ভোটে জিতিয়েছে। আপনারা কাজ শুরু করলে কাজে এগিয়ে যাবে। আমাদের দরকার মানুষকে পরিষেবা দেওয়া। তাই বারবার বলছি, যদি ব্ল্যাকলিস্টেড না হতে চান অবিলম্বে কাজ শুরু করুন। এরপর যা হবে শিলিগুড়ি পুরসভা দায়ী থাকবে না তার জন্য।

এই মুহূর্তে

আরও পড়ুন