Friday, 1 August, 2025
1 August, 25
Homeআন্তর্জাতিক নিউজহত্যা করা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে: রয়টার্স

হত্যা করা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে: রয়টার্স

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কোথায় যাচ্ছিলেন, এর কোনও তথ্য মেলেনি। তাঁর বিমান র‌্যাডারের বাইরে চলে যায়। বিমান অদৃশ্য হওয়ার পরই নানা জল্পনা। এরই মাঝে সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, হত্যা করা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে! আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এমনই দাবি। সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। অশান্ত গোটা দেশ। সিরিয়ায় সরকারের পতন হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-হাসাদ দেশ ছেড়ে পালিয়েছিলেন। তবে তিনি কোথায় যাচ্ছিলেন, এর কোনও তথ্য মেলেনি। তাঁর বিমান র‌্যাডারের বাইরে চলে যায়। বিমান অদৃশ্য হওয়ার পরই নানা জল্পনা। এরই মাঝে সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, হত্যা করা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে।

ফ্লাইট র‌্যাডারের তথ্য অনুযায়ী, সিরিয়ার বিদ্রোহী সংগঠনের কিছু সদস্য দামাসকাস বিমান বন্দর থেকে সিরিয়ার একটি বিমান নিয়ে যায়। সূত্রের খবর, সেই বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকেও। সিরিয়ার উপকূল অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিমান। হঠাৎই তা ইউটার্ন নেয়। এর আর র‌্যাডারে খুঁজে পাওয়া যায়নি সেই বিমানকে। বিমান অদৃশ্য হতেই নানা জল্পনা ছড়িয়ে পড়ে।

রয়টার্সের দাবি, সিরিয়ার দুটি সূত্র তাদের জানিয়েছে, হঠাৎ করে বিমানকে র‌্যাডারের বাইরে নিয়ে যাওয়ায় জোরালো সম্ভাবনা রয়েছে, তাঁকে হত্যা করা হয়েছে। না হলে হঠাৎ কেন সেই বিমান একদিকে যাওয়ার পথে ইউ টার্ন নেবে!

এই মুহূর্তে

আরও পড়ুন