পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে। এমনকি, ঘটনার কথা কাউকে বললে শিশুকন্যাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। নির্যাতিতার পরিবার অভিযুক্তের বাড়িতে গেলে তাদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। বছর চোদ্দোর অভিযুক্ত কিশোরকে শুক্রবার জুভেনাইল আদালতে তোলা হবে।
আরও পড়ুনঃ পাহাড়ের আদিবাসী কন্যার জয়যাত্রা; ইয়েলাগিরির মেয়ে শ্রীপতির অনন্য সাফল্য
জানা গিয়েছে, বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টা নাগাদ প্রতিবেশী ওই কিশোরের বাড়িতে গিয়েছিল শিশুকন্যাটি। অভিযোগ, সেখানে তাকে যৌন নির্যাতন করা হয়। ঘটনাটি কাউকে জানালে গলা টিপে মেরে ফেলার হুমকিও দেয় ওই কিশোর। ওইদিন রাতে শারীরিক কষ্ট শুরু হলে মাকে পুরো ঘটনা বলে শিশুকন্যাটি।
বৃহস্পতিবার নির্যাতিতার মা ও পরিবারের লোকজন অভিযুক্ত নাবালকের বাড়িতে অভিযোগ জানাতে গেলে অভিযুক্তের পরিবার উল্টে তাঁদের উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
আরও পড়ুনঃ হু হু করে আগুন; শিলিগুড়ির নার্সিং হোমে আগুন, মৃত্যু ১
এরপর নির্যাতিতার মা কোলাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে কোলাঘাট থানার পুলিশ অভিযুক্ত কিশোরকে জুভেনাইল আইনের আওতায় এনেছে। শিশুকন্যার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোরকে শুক্রবার জুভেনাইল আদালতে পেশ করা হবে।
শিশুকন্যার মা বলেন, “আমার মেয়ে সকালে টিউশন পড়তে গিয়েছিল। বাড়ি ফিরে ওই প্রতিবেশী কিশোরের বাড়িতে খেলতে যায়। রাতের বেলা আমাকে মেয়ে বলে, ওর ব্যথা লাগছে। তখনই জিজ্ঞাসা করতে সব জানায়। সকালে সবাই ওই কিশোরকে জিজ্ঞাসা করতে সে সব স্বীকার করে। আমরা তার কঠোর শাস্তি চাই।” ধৃত কিশোরের মা বলেন, তিনি কিছুই জানেন না। ছেলের বিরুদ্ধে অভিযোগ শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি।





