Monday, 3 November, 2025
3 November
Homeউত্তরবঙ্গJalpaiguri: গলা ব্যথা, চুলকানি,  মুখ ফুলে গিয়েছে; গয়ারকাটা ও ধূপগুড়ি ব্লকে গারোর...

Jalpaiguri: গলা ব্যথা, চুলকানি,  মুখ ফুলে গিয়েছে; গয়ারকাটা ও ধূপগুড়ি ব্লকে গারোর ডাল খেয়ে রীতিমতো কাতরাচ্ছে মানুষ

গয়ারকাটা ও ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় গারোর ডাল খেয়ে অসুস্থ অন্তত পক্ষে পনেরো জন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

কারও গলা ব্যথা, কারও রয়েছে চুলকানি, কারও মুখ ফুলে গিয়েছে। রীতিমতো কাতরাচ্ছে মানুষজন। কারণ, বানারহাট ব্লকের পূর্ব গয়ারকাটা ও ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় গারোর ডাল খেয়ে অসুস্থ অন্তত পক্ষে পনেরো জন। জানা যাচ্ছে, আক্রান্তরা গলা ব্যথা, চুলকানি,মুখ ও মাথা ফুলে যাওয়া এবং মাথা ঘোরানোর সমস্যায় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ ‘সরকার পাল্টে দিন, বাংলায় অনুপ্রবেশ বন্ধ করব’! হুঙ্কার শাহের, কটাক্ষ মমতাকে

জানা গিয়েছে, শনিবার বাজার থেকে কচু ও ভারালি মাছ কেনা হয়েছিল। যা বিভিন্ন ধরনের সবজির সঙ্গে মিশিয়ে গারোর ডাল তৈরি করা হয়। এই সময় এই ডাল তৈরি হয় অনেকেরই বাড়িতে। পরে সেই ডাল প্রতিবেশীদের মধ্যেও বিতরণ করা হয়। সেই রকমই ধূপগুড়িতেও ওই ডাল প্রতিবেশীদের মধ্যে বিতরণ করা হয়েছিল। পরে যাঁরা তা খেয়েছিলেন,তাঁদের মধ্যে অধিকাংশের শরীরে উপসর্গ দেখা দেয়।

অসুস্থদের দ্রুত চিকিৎসার জন্য ধূপগুড়ি মহকুমা হাসপাতালে এবং গয়ারকাটা এলাকার বেশিরভাগ মানুষকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গয়েরকাটা ও ধূপগুড়ি জুড়ে এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ বাগানে দীপাবলি! রুদ্ধশ্বাস টানটান ম্যাচ; ২২ বছর পর শিল্ড সবুজ-মেরুনের

অসুস্থদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এক বাসিন্দা বলেন, “গারোর ডাল রান্না করেছি। এর মধ্যে কচু-ঘেচু যা হাবিজাবি দেওয়া হয় তাই দিয়েই রান্না করেছিল। খাওয়ার পর বোঝা গেল। আমার দাদা বলল, মুখে অসস্তি হচ্ছে। ওকে টক দেওয়া হয়, তারপর লবণ দেওয়া হয়, এরপর আচার দেওয়া হয়। কোনও কিছুতেই ঠিক হচ্ছে না। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

এই মুহূর্তে

আরও পড়ুন