Wednesday, 5 November, 2025
5 November
Homeদক্ষিণবঙ্গBankura: রাতভর গোটা এলাকায় তাণ্ডব, দলে ওরা ২৫! মাথায় হাত স্থানীয় বাসিন্দাদের

Bankura: রাতভর গোটা এলাকায় তাণ্ডব, দলে ওরা ২৫! মাথায় হাত স্থানীয় বাসিন্দাদের

রবিবার রাতে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ২৫ টি হাতির দল ঢুকে পড়ে বিষ্ণুপুরের বাঁকাদহ রেঞ্জের ফুলবনি মৌজায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সূর্য্যকান্ত চৌধুরী, বাঁকুড়াঃ

মাঝে কিছুদিনের স্বস্তি মিলেছিল। আর দেখা মেলেনি হাতির। কিন্তু, কয়েকমাস যেতে না যেতেই ফের ফিরল পুরনো ছবিটা। ফের ঢুকে পড়ল হাতির দল। রবিবার রাতে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ২৫ টি হাতির দল ঢুকে পড়ে বিষ্ণুপুরের বাঁকাদহ রেঞ্জের ফুলবনি মৌজায়। তাতেই ব্যাপক চাঞ্চল্য এলাকায়। রাতভর চলে হাতি তাণ্ডব। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিঘের পর বিঘে জমির ধান। ক্ষোভ বাড়ছে কৃষকদের মধ্যে।

আরও পড়ুনঃ ভাঙচুর সিসিটিভি, গুরুতর আহত ৫; বেলডাঙার আল আমিন স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মার ছাত্রদের!

কিছু মাস আগেই প্রায় ৮০টি হাতির দল বাঁকুড়া ছেড়ে ফিরে গিয়েছিল পশ্চিম মেদিনীপুরে। তখনও যাত্রাপথে হাতির তাণ্ডবে ফসলের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই চাপ থেকে এখনও মুক্ত হতে পারেননি কৃষকরা। তারমাঝেই রবিবার রাতে পশ্চিম মেদিনীপুর থেকে ২৫ টি হাতির দল ঢুকে পড়ল বাঁকুড়ায়। এদিকে জমিতে জমিতে এখনও আমন ধান। ওঠেনি ঘরে। তার আগেই ফের হাতির হানায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

আরও পড়ুনঃ জেলে থেকে রাজ্য সরকারের অনুষ্ঠানে আমন্ত্রিত জীবনকৃষ্ণ; নাম নেই বিজেপি বিধায়কের

সবথেকে বেশি ক্ষতি হয়েছে ফুলবনি মৌজায় থাকা বিঘের পর বিঘে আমন ধানের জমি। হাতির হাত থেকে কষ্টে বোনা ফসল রক্ষা করতে রাতভর পাহারাও দেন কৃষকরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ক্ষোভে ফুঁসছেন কৃষকরা। তাঁরা বলছেন, বন দফতরের কর্মী ও আধিকারিকেরা ঘটনাস্থলে থাকলেও হাতির মুখ থেকে ফসল রক্ষা করার জন্য কোনও পদক্ষেপ করা হয়নি। যদিও বন দফতর বলছে, দ্রুত ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন