spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
HomeদেশPrice Hike: ২৮ দিনের প্ল্যানে ৫০ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে! পরের...

Price Hike: ২৮ দিনের প্ল্যানে ৫০ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে! পরের সপ্তাহে বাড়তে পারে মোবাইল রিচার্জের খরচ

দ্য ইকনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, দেশের বেশির ভাগ টেলিকম সংস্থার সেপ্টেম্বরের আয় আগের ত্রৈমাসিকের আয়ের তুলনায় অনেকটাই কমে গিয়েছে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পরের সপ্তাহ থেকেই ফোন রিচার্জের জন্য দিতে হতে পারে বেশি টাকা। আবার দাম বাড়ানোর কথা ভাবছে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। তবে সবাই নয়। একটা অংশ আপাতত ভাবে এই খাঁড়া থেকে বেঁচে যেতে পারে বললেই চলে।

আরও পড়ুনঃ লাখো লাখো ভক্তের মায়ের বিশেষ উৎসব বেলুড়ে; কাল বৃহস্পতিতে সারদামণির জন্মতিথি

সর্বভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, দেশের বেশির ভাগ টেলিকম সংস্থার সেপ্টেম্বরের আয় আগের ত্রৈমাসিকের আয়ের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। প্রথম ত্রৈমাসিকে যেখানে আয় বৃদ্ধি ছিল ১৪ থেকে ১৬ শতাংশ, তা এই তৃতীয় ত্রৈমাসিকে একেবারে তলানিতে।

এমনকি ডিসেম্বরেও যে খুব একটা আয় বাড়বে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। যার জেরে সেই আয়ের কথা মাথায় রেখেই রিচার্জ প্ল্যানে দরের বদল ঘটানোর কথা ভাবছে টেলিকম সংস্থাগুলি। তবে সবাই নয়। সংশ্লিষ্ট প্রতিবেদন অনুযায়ী, জিও বাদে অন্য় যে সকল টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা রয়েছে, তাঁদের রিচার্জ প্ল্যানেই ঘটতে পারে সংশোধন।

আরও পড়ুনঃ শীতকালীন ফসল বা সূর্যের উৎসবকে খ্রিস্ট ধর্মে স্থান দেওয়া; বড়দিনের উৎসব কি শুধুমাত্র খ্রীষ্টান ধর্মাম্বলীদের উৎসব?

ইতিমধ্যে ভোডাফোন-আইডিয়া তাঁদের বার্ষিক প্ল্যানের দাম ১২ শতাংশ বাড়িয়ে দু’হাজার টাকা করে দিয়েছে। বেড়ে গিয়েছে ৮৪ দিনের প্ল্যানের দামও। একই সিদ্ধান্ত নিয়ে ভারতী এয়ারটেলও। সম্প্রতি তাঁদের সবচেয়ে সস্তা প্ল্যানটিতেও ১০ টাকা বাড়িয়েছে তাঁরা। অবশ্য রাষ্ট্রীয় সংস্থা বিএসএনএল একমাত্র, যারা দাম কমিয়েছে।

দাম বাড়বে, সেটা এখনও চূড়ান্ত নয়, একটা আভাস। কিন্তু কত টাকা বাড়বে? ইকনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২৮ দিনের প্ল্যানে মোটামুটি ভাবে ৫০ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। এদিন নাম প্রকাশ্য়ে অনিচ্ছুক এক টেলিকম সংস্থার কর্তা জানিয়েছেন, ‘এয়াটেল এবং জিও-র কারণে ভোডাফোন-আইডিয়া নিজেদের বেশির ভাগ ইউজারকে হারিয়ে ফেলেছে। বেশির ভাগ ইউজার যারা সস্তার প্ল্যান নিতেন, তাঁরা বেশিরভাগই ভি ছেড়ে দিয়েছেন।’ ফলত দাম বাড়ানোর এই দৌড়ে ভোডাফোন সবার আগে রয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের।

এই মুহূর্তে

আরও পড়ুন