27 July, 25
Homeদক্ষিণবঙ্গBaruipur: আচমকা বারুইপুর থেকে উধাও ৩৩০ জন রোহিঙ্গা

Baruipur: আচমকা বারুইপুর থেকে উধাও ৩৩০ জন রোহিঙ্গা

বারুইপুরের হাড়দহ এলাকা ছেড়ে কোথায় গেল রোহিঙ্গারা? জানেই না প্রশাসন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সীমান্তে বড় সমস্যা রোহিঙ্গা অনুপ্রবেশ। বারুইপুরের হাড়দহ এলাকা ছেড়ে কোথায় গেল রোহিঙ্গারা? জানেই না প্রশাসন। ৩৩০ জন রোহিঙ্গা কোথায় গেল জানেই না প্রশাসন। এই সব লোকজন বাংলাদেশেই ফিরে গিয়েছেন নাকি দেশের ভিতরে ঘাপটি মেরে রয়েছে তা জানা যাচ্ছে না।

আরও পড়ুন: “আপনিই সেই BSF জওয়ান না?” পূর্ণমকে দেখেই চিনে গেল তারকেশ্বরের পুরোহিত

জানা গিয়েছে, ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত রোহিঙ্গা পরিবারগুলি এই বারুইপুরের হাড়দহ এলাকায় বসবাস করছিলেন। রোহিঙ্গাল্যান্ড হিসাবে পরিচিতি লাভ করেছিল এটি। বর্তমানে সেখানে আর কোনও রোহিঙ্গা না থাকলেও, রয়ে গিয়েছে তাঁদের স্মৃতি। প্রত্যেক রোহিঙ্গা পরিবারকে টিন দিয়ে আলাদা আলাদা করে ঘর তৈরি করে দেওয়া হয়েছিল। একটি রান্নাঘর ও একটি শৌচালয় তৈরি করে দেওয়া হয়। জানা গিয়েছে, মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন তাঁরা। পরবর্তীতে যদিও দেখা যায় দিল্লি থেকে তাঁদের এনে মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়। কিন্তু সেই রোহিঙ্গারাই এখন উধাও। এখানেই প্রশ্ন এখন এই রোহিঙ্গারা গেল কোথায়?

আরও পড়ুন: দিয়েছিলেন ‘হিন্দু’ শব্দের সংজ্ঞা, জন্মদিনে সাভারকরের জীবনী

রোহিঙ্গাদের আশ্রয়দানকারী হোসেন গাজী বলেন, “এই রোহিঙ্গাদের শরণার্থী কার্ড ছিল। আমার এখানে বেআইনি ভাবে ছিল বলা যাবে না। কারণ ওদের কাছে সরকার প্রদত্ত শরণার্থী কার্ড ছিল। পরবর্তীতে অসম-গুয়াহাটি পুশব্যাক করে তখন ওরা ভয় পেয়ে রাতারাতি পালিয়ে যায়।”

এই মুহূর্তে

আরও পড়ুন