Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: ৩৩-তম শিলিগুড়ি শিক্ষা জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ উদ্ব্দনী অনুষ্ঠান

Siliguri: ৩৩-তম শিলিগুড়ি শিক্ষা জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ উদ্ব্দনী অনুষ্ঠান

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

৩৩-তম শিলিগুড়ি শিক্ষা জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ উদ্ব্দনী অনুষ্ঠান শুরু হলো শিলিগুড়িতে। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ উদ্বোধন করলেন এই অনুষ্ঠানের। জেলা সভাপতি জানালেন প্রতিবছরই আমি আসি এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য।

আরও পড়ুন: South Dinajpur: মনসার “পদ্মামঙ্গল” পুথি আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ড. সমিত কুমার সাহা

খুব জনপ্রিয় হয়ে উঠেছে, এই প্রতিযোগিতা। সবচাইতে বড় কথা প্রচুর উদয়মান, কৃতি খেলোয়ার  উঠে এসেছে এই প্রতিযোগিতায়। এই ধরনের প্রতিযোগিতা প্রয়োজন শিলিগুড়িতে। যাতে ভবিষ্যতে  আরো আরো উপরে উঠতে পারে, এইসব প্রতিযোগিতা। আমাদের দরকার যাতে এই প্রতিযোগিতা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: Left Front: লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা, ‘প্রান্তিক’ শক্তিতে পরিণত হয়েছে ৩৪ বছর রাজ্য শাসন করা জোট

আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত যোগদানকারী খেলোয়াড়দের আমার তরফ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। তবে একটা কথা মনে রাখতে হবে, প্রতিযোগিতায় জয়ী হওয়ার থেকেও  প্রতিযোগিতায় অংশগ্রহণ করা একটা বড় ব্যাপার। একটা প্রতিযোগিতা হয় সবাইকে নিয়ে, তার মধ্য থেকেই কেউ হয় জয়ী কেউ হয় বিজিত। তাই খেলাটা বড়, জয়ী হওয়াটা বড় নয়।

এই মুহূর্তে

আরও পড়ুন