কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
ভোররাতে ভয়ঙ্কর ভূমিকম্প। জোরাল কম্পনে কেঁপে উঠল অসম ও ত্রিপুরা। অসমে ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১। উত্তর-পূর্ব ভারতের বাকি অংশেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ ডবল ইঞ্জিন সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত ঘিরে চাঞ্চল্য! ২০২৭ অর্ধকুম্ভে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় অসমে। এর উৎসস্থল ছিল মোরিগাঁও জেলায়। ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। মধ্য অসমে জোরাল কম্পন অনুভূত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে আতঙ্কে অনেকেই ভোর রাতে প্রবল ঠান্ডার মধ্যেও বাড়ি থেকে বেরিয়ে আসেন। তাদের আতঙ্ক হচ্ছিল, যে কোনও মুহূর্তেই বাড়ি ভেঙে পড়তে পারে। তবে এখনও পর্যন্ত প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
আরও পড়ুনঃ “জয় শ্রী রাম” ও “জয় মা দুর্গা” ধ্বনিতে মুখর শহর শিলিগুড়ি! বিজেপিতে যোগ ৩৫০ জন জেন-জি-এর
জানা গিয়েছে, কোপিলি ফল্ট লাইনে ভূমিকম্পের উৎসস্থল ছিল, এর আগেও একাধিক ভূমিকম্প হয়েছে।
অন্যদিকে, অসমের আগে ত্রিপুরাতেও ভূমিকম্প হয়েছে। সোমবার রাত ৩টে ৩৩ মিনিট নাগাদ ত্রিপুরায় গোমতীতে ভূমিকম্প হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৯। এরপরই অসমে ৫.১ মাত্রার ভূমিকম্প হয়।









