আবার ভূমিকম্প। এবার ভূমিকম্পের মাত্রা ৬। জোরাল ভূমিকম্প আফগানিস্তানে। আর তার জেরেই কাঁপল দিল্লি ও সংলগ্ন অঞ্চলগুলিও। আফগানিস্তানে কমপক্ষে তিনবার কম্পন অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে। ভূমিকম্পে কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত আরও ১৫ জন।
আরও পড়ুনঃ জারি Google-এর সতর্কতা, ‘টার্গেটে’ ২৫ কোটি জিমেল অ্যাকাউন্ট!
আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, সোমবার, (১ সেপ্টেম্বর) আফগানিস্তানে জোরাল ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে ভূমিকম্পের মূলকেন্দ্র ছিল। ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল। রাত ১২টা ৪৭ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়।
২০ মিনিট পরই, ফের একটি জোরাল কম্পন অনুভূত হয়। এই কম্পনের মাত্রা ছিল ৪.৫। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এর উৎসস্থল ছিল। আফগানিস্তানের এই ভূমিকম্পে কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত ১৫ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।
আরও পড়ুনঃ ‘তালিকায় বাকি নাম কই?’, ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন শামিম
এদিকে, আফগানিস্তানে ভূমিকম্পের জেরে পাকিস্তান ও উত্তর ভারতেও কম্পন অনুভূত হয়। দিল্লি ও সংলগ্ন এলাকাগুলিতে বেশ জোরাল কম্পন অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে। বাড়িগুলি থরথর করে কাঁপতে শুরু করে। বাসিন্দারা আতঙ্কে মধ্য রাতে রাস্তায় বেরিয়ে আসেন।
প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই আফগানিস্তান ও সংলগ্ন হিমালয় অঞ্চলে ঘনঘন ভূমিকম্প হচ্ছে, যা ভূ-বিজ্ঞানীদের যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে। বিজ্ঞানীদের মতে, ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের মধ্যে ক্রমাগত ঘর্ষণের কারণে ঘনঘন কম্পন অনুভূত হচ্ছে। ফল্ট লাইন থাকায় এখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বেশি।


                                    
