Tuesday, 14 October, 2025
14 October
Homeআন্তর্জাতিক নিউজTragedy: ৭৪ জন নিখোঁজ, ৬৮ জনের মৃত্যু, ভয়াবহ নৌকাডুবি

Tragedy: ৭৪ জন নিখোঁজ, ৬৮ জনের মৃত্যু, ভয়াবহ নৌকাডুবি

উদ্ধারকারীরা নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ইয়েমেনের উপকূলে ভয়াবহ নৌকাডুবি। জানা গিয়েছে, রবিবার ইয়েমেনে নৌকাডুবির ঘটনায় ৬৮ জন আফ্রিকান অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও ৭৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা (IOM) দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এ দিন ইয়েমেনের দক্ষিণ উপকূলের কাছে ১৫৪ জন অভিবাসীকে নিয়ে নৌকাটি ডুবে যায়। তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন ইথিওপিয়ার নাগরিক।

আরও পড়ুনঃ ভয়াবহ ঘটনা! শিলিগুড়ির পর এবার ডানকুনিতে, মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকানো

ইয়েমেনের আবিয়ান প্রদেশের একজন স্বাস্থ্য কর্তা আব্দুল কাদির বাজামিল জানিয়েছেন, এখনও পর্যন্ত মাত্র ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে ৯ জন ইথিওপিয়ার এবং একজন ইয়েমেনের নাগরিক। উদ্ধারকারীরা নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।

দীর্ঘদিন ধরেই জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) বার বার সতর্ক করে জানিয়েছে, হর্ন অফ আফ্রিকা থেকে ইয়েমেনের এই সমুদ্রপথ অত্যন্ত বিপজ্জনক। কাজের খোঁজে প্রতি বছর হাজার হাজার অভিবাসী ইথিওপিয়া এবং সোমালিয়া থেকে এই দুর্গম পথ পেরিয়ে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলিতে যাওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুনঃ সাদা পোশাক, আট ঘণ্টা শ্রম, মাসে ৫২৪ টাকা; কয়েদি নম্বর ১৫৫২৮

IOM জানিয়েছে, শুধুমাত্র গত বছরেই প্রায় ৬০ হাজার অভিবাসী এই পথ দিয়ে যাতায়াত করেছেন। তারা জানিয়েছে, গত দশ বছরে এই পথ দিয়ে গিয়ে ২ হাজার ৮২ জনেরও বেশি অভিবাসী নিখোঁজ হয়েছেন। যাঁদের মধ্যে ৬৯৩ জন জলে ডুবে মারা গিয়েছেন। গত বছরে এ ভাবে গিয়ে ৫৫৮ জন মারা গিয়েছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন