Tuesday, 14 October, 2025
14 October
Homeদক্ষিণবঙ্গBankura: ৭টা পরিবার; বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়তেই প্রতিযোগিতা শুরু শাসক-বিরোধী শিবিরে

Bankura: ৭টা পরিবার; বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়তেই প্রতিযোগিতা শুরু শাসক-বিরোধী শিবিরে

শনিবার দুর্যোগের মাঝেই হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সূর্য্যকান্ত চৌধুরী, বাঁকুড়াঃ

আবাস যোজনায় বাড়ির জন্য আবেদন জানিয়েছিলেন। তালিকায় নামও এসেছিল। কিন্তু এলাকার পাকা বাড়ির বাসিন্দারা বাড়ি পেলেও বাড়ি মেলেনি আগড়দা গ্রামের দিগর পরিবার। অগত্যা বহু পুরানো ভগ্নপ্রায় বাড়িতেই কোনওক্রমে মাথা গুঁজে চলছিল ৭ টি পরিবারের দিনযাপন। ভারী বৃষ্টিতে সেই বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়তেই অবশ্য গ্রামে গিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর কার্যত প্রতিযোগিতা শুরু হয়ে গেল শাসক-বিরোধী শিবিরের। বছর ঘুরলেই আবার রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে ঘটনায় কার্যত শোরগোল শুরু হয়ে গিয়েছে এলাকার রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ বাঁকুড়ায় জঙ্গলমহলে শক্তি বাড়ছে ঘাসফুল শিবিরের, তৃণমূলে ফিরলেন জয়ন্ত মিত্র

দুর্গত পরিবারের পাশে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তোপ দাগছে কেন্দ্রের দিকে। অন্যদিকে আবার বিজেপি নেতৃত্ব সব দায় চাপাচ্ছে রাজ্যের উপর। বাঁকুড়ার ওন্দা ব্লকের আগড়দা গ্রামে দিগরদের সাতটি পরিবারের মোট ২৫ জন সদস্য দীর্ঘদিন ধরেই বহু পুরানো ভগ্নপ্রায় মাটির একটি দোতলা বাড়িতে কোনওক্রমে থাকছিলেন। সরকারি আবাসের জন্য তাঁরা কখনও পঞ্চায়েত আবার কখনও ব্লকে ছুটে গিয়েছেন। আবেদন নিবেদনও করেছিলেন নিয়ম মেনে। সমীক্ষার পর আবাস তালিকায় নামও আসে পরিবারগুলির। কিন্তু, তাঁরা বলছেন গত ৫ বছর ধরে শুধুই মিলেছে আশ্বাস। সকলেই বলছেন হচ্ছে হবে।

সম্প্রতি নিম্নচাপের ভারী বৃষ্টি শুরু হলে গোটা বাড়িতে তৈরি হয় একাধিক ফাটল। কিন্তু নিরুপায় পরিবারের বিকল্প মাথা গোঁজার ঠাঁই না থাকায় বাধ্য হয়েই দুর্যোগের মধ্যেও ওখানেই দিন কাটছিল ওই সাত পরিবারের। শনিবার দুর্যোগের মাঝেই হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। তবে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর অবশ্য অতি তৎপরতা দেখা যায় রাজ্যের শাসক বিরোধী সব দলের মধ্যেই। তড়িঘড়ি দুই দলেরই স্থানীয় নেতারা হাজির হন ভেঙে পড়া বাড়ির সামনে। পরিবারের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী। তবে এক শিবির আর এক শিবিরের বিরুদ্ধে তোপের পর তোপ দাগলেন।

আরও পড়ুনঃ “বামেদের রেল প্রকল্প করার সুযোগ দিলে, তা অনেক আগেই হয়ে যেত” বললেন অধীর

স্থানীয় বিজেপি নেতা বাবু সরখেল বলছেন, “তৃণমূল কংগ্রেস এদের দীর্ঘদিন থেকে বঞ্চিত করে রেখেছে। যাঁরা তৃণমূলের ঝান্ডা ধরে ঘোরে, মিটিং মিছিল করে তাঁদের আবাস যোজনার লিস্টে রেখেছে। যোগ্যরা বঞ্চিত থেকেছে। শুধু এদের নয়, আশপাশের অনেক মানুষই এখনও মাটির বাড়িতে থাকেন। একই অবস্থা। আবাস লিস্টে গরিব মানুষদের নাম রাখেনি।” অন্যদিকে তৃণমূল আবার পাল্টা তোপ দাগছে বিজেপির বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতা সজল নিয়োগী বলছেন, “কেন্দ্র সরকার সহযোগিতা করলে আবাস টাকা বাড়ত। ঘরগুলো আরও ভাল হত। টাকা পেতে দেরি হল কেন ভাবতে হবে! এর জন্য বিজেপি দায়ী।”

এই মুহূর্তে

আরও পড়ুন