Tuesday, 14 October, 2025
14 October
Homeদক্ষিণবঙ্গNorth 24 Pargana: ১২ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৭০ বছরের বৃদ্ধ!...

North 24 Pargana: ১২ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৭০ বছরের বৃদ্ধ! ব্যাপক চাঞ্চল্য স্বরূপনগর থানা এলাকায়

ধৃতকে এদিন বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ঝাড়ফুঁকের ভয় দেখিয়ে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৭০ বছরের বৃদ্ধ! ব্যাপক চাঞ্চল্য বসিরহাটের স্বরূপনগর থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন থেকেই তন্ত্র-মন্ত্রের কাজ করে আসছেন ওই বৃদ্ধ। দীর্ঘদিন থেকেই ১২ বছরের ওই নাবালিকাকে ঝাড়ফুঁকের ভয় দেখাত। শনিবার দুপুরেও একই কাজ করে। অভিযোগ, নাবালিকার বাড়িতে কেউ না থাকার সুবাদে সেখানে ঢুকে তাকে ধর্ষণ করে।

আরও পড়ুনঃ ব্রাঞ্চ ম্যানেজার কাঞ্চনের কুকীর্তি! সমবায় ব্যাংকে হাপিস ৪৭ লক্ষ

পরবর্তীতে নাবালিকার বাবা-মা ফিরে এলে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান। তা দেখেই তাঁদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করলেই সে মা-বাবার কাছে সবটা খুলে বলে। শনিবার সন্ধ্যাতেই অভিযুক্তের বিরুদ্ধে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।

আরও পড়ুনঃ বাবার সঙ্গে বচসা, সকালে ঘর থেকে উদ্ধার ছেলের ঝুলন্ত দেহ! চিতা থেকে তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পুলিশ। গ্রেফতা করা হয় অভিযুক্তকে। তার কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে নির্যাতিতার পরিবারের লোকজন। ধৃতকে এদিন বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। পাশাপাশি ওই নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য তাকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন