Saturday, 2 August, 2025
2 August, 25
HomeদেশNational Film Awards: জাতীয় সম্মান! ঘোষিত হল ৭১ তম জাতীয় পুরস্কার

National Film Awards: জাতীয় সম্মান! ঘোষিত হল ৭১ তম জাতীয় পুরস্কার

রইল জাতীয় পুরস্কারের পুরো তালিকা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ঘোষিত হল ৭১ তম জাতীয় পুরস্কার। সংস্কৃতি ও বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষরা যে পুরস্কারের দিকে তাকিয়ে থাকেন, শুক্রবার সন্ধ্যায় তা ঘোষিত হল। ২০২৩ মুক্তিপ্রাপ্ত ছবির জন্য জাতীয় সম্মান পেলেন শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, সুদীপ্ত সেনের মতো ব্যক্তিত্বরা। রইল জাতীয় পুরস্কারের পুরো তালিকা।

আরও পড়ুনঃ খাবেনটা কি! ক্যানসারের আশঙ্কা? নিষ্পাপ পনিরও নিরাপদ নয়; ৪২৮০ কেজি পনির মাটিতে পুঁতে দিল কেন্দ্র!

সেরা ছবি- টুয়েলভ ফেল, সেরা পরিচালক – সুদীপ্ত সেন, দ্য কেরালা স্টোরি জাতীয়তাবাদ ও সামাজিক মূল্যবোধে প্রসারে সেরা ছবি- সাম বাহাদুর সেরা বিনোদনমূলক ছবি- রকি রানি কি প্রেম কাহানি সেরা অভিনেতা- শাহরুখ খান, জওয়ান এবং বিক্রান্ত মাসে, টুয়েলভ ফেল সেরা অভিনেত্রী- রানি মুখোপাধ্যায়, ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ সেরা মিউজিক- বাথি,( তেলুগু) জিভি প্রকাশ কুমার সেরা আবহ সঙ্গীত- হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিম্যাল) সেরা বাংলা ছবি- ডিপ ফ্রিজ, পরিচালক অর্জুন দত্ত সিনেম্যাটোগ্রাফি, প্রশান্তনু মহাপাত্র, দ্য কেরালা স্টোরি সেরা গায়িকা- শিল্পা রাও, ছলিয়া (জওয়ান) সেরা গায়ক- রোহিত, (বেবি, তেলুগু)

আরও পড়ুনঃ দখলে পার্ক সার্কাস স্টেশন; শমীকের প্রশ্নে জবাব দিলেন রেলমন্ত্রী

সেরা তেলুগু ছবি- ভগবান কেসরি, পরিচালক অনিল রবিপুডি সেরা তামিল ছবি- পার্কিং, পরিচালক রাম কুমার বালাকৃষ্ণন সেরা মারাঠি ছবি- শ্য়ামাচি আই, পরিচালক সুজয় সুনীল দাহাকে সেরা মালায়লম ছবি- উলোহক্কু, পরিচালক ক্রিস্টো টমি সেরা কন্নড় ছবি- কন্দিলু, পরিচালক কে যশোদা প্রকাশ সেরা হিন্দি ছবি- কাঁঠাল, পরিচালক যশবর্ধন মিশ্র সেরা গুজরাটি ছবি- বশ, পরিচালক কৃষ্ণদেব যাগ্নিক

এই মুহূর্তে

আরও পড়ুন