তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৮। ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার কামচাটকা পেনিনসুলা। স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে তীব্র এই ভূকম্পন অনুভূত হয়। রাশিয়ায় এই তীব্র ভূমিকম্পের জেরে জাপান ও আমেরিকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ জরুরি অবস্থা চিন সরকারের, ঘরছাড়া ৮০ হাজারেরও বেশি মানুষ
জাপানের এনএইচকে টেলিভিশন জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল জাপানের হোক্কাইডো থেকে ২৫০ কিলোমিটার দূরে। হোক্কাইডোতে ভূকম্পন সামান্যই অনুভূত হয়েছে। তবে তীব্র এই ভূমিকম্পের জেরে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ১ মিটার পর্যন্ত ঢেউয়ের পূর্বাভাস দিয়েছে। উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে। সুনামির সতর্কতা জারি করেছে মার্কিন কর্তৃপক্ষও। হাওয়াই দ্বীপে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ জারি রেড অ্যালার্ট! শতাধিক বাড়ি তিস্তার জলের নিচে
তীব্র এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে রাশিয়া প্রশাসন এখনও কোনও বিবৃতি দেয়নি। ভূপৃষ্ঠ থেকে খুব গভীরে ভূমিকম্পের উৎসস্থল না হওয়াতেই সুনামির আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিককালে এই অঞ্চলে যত তীব্র ভূমিকম্প হয়েছে, তার মধ্যে অন্যতম এদিনের এই ভূমিকম্প। জুলাই মাসের প্রথমে পাঁচবার ভূমিকম্প হয়েছে। তার মধ্যে কামচাটকায় সবচেয়ে তীব্র ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। ১৯৫২ সালের ৪ নভেম্বর তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল কামচাটকা। রিখটার স্কেলের ভূমিকম্পের মাত্রা ছিল ৯। সেই তীব্র ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছিল। হাওয়াই দ্বীপে সমুদ্রে ৯.১ মিটার (৩০ ফুট) উচ্চতা পর্যন্ত ঢেউ দেখা দিয়েছিল। তবে কোনও প্রাণহানি হয়নি।