Wednesday, 3 September, 2025
3 September
HomeচাকরিRecruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর! LIC তে ৮৪১টি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি...

Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর! LIC তে ৮৪১টি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত

চাকরিপ্রার্থীদের জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন পোর্টাল চালু করে দেওয়া হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর! কেন্দ্রীয় সরকারের অধীনস্থ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন লিমিটেড বা LIC তে বিপুল পরিমাণ শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে। এই উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। দেশের বিভিন্ন রাজ্যে সংস্কার কার্যালয়ে এই নিয়োগ হবে। চাকরিপ্রার্থীদের জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন পোর্টাল চালু করে দেওয়া হয়েছে। নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনি জেনে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন সেরে ফেলুন।

নিয়োগ কারী সংস্থা LIC

পদের নাম

  • অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (এএও) জেনারেলিস্ট,
  • অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (এএও) স্পেশালিস্ট,
  • অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল এবং ইলেক্ট্রিক্যাল)।

মোট শূন্য পদের সংখ্যা ৮৪১ টি।

প্রবেশন সময়সীমা ১ বছর থেকে ২ বছর

বয়স সীমা ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর বয়সী চাকরি প্রার্থীরা উপরে উল্লেখিত পদগুলিতে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর সমস্ত চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন উল্লেখিত পদগুলিতে কর্মী হিসেবে নিযুক্ত হলে চাকরি প্রার্থীর মাসিক বেতন শুরু হবে ৮৮,৬৩৫ টাকা থেকে। মূল বেতন কাঠামো থাকবে ৮৮,৬৩৫ থেকে ১,৬৯,০২৫ টাকার মধ্যে। মূল বেতনের পাশাপাশি একাধিক সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে নিযুক্ত কর্মীদের।

শিক্ষাগত যোগ্যতা চাকরি প্রার্থীদের বিভিন্ন পদের প্রয়োজন অনুসারে পৃথক যোগ্যতায় নিয়োগ করা হবে। যদিও প্রতিটি পদে আবেদনের পূর্বে চাকরি প্রার্থীদের নির্দিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং ইন্টারভিউ এই তিনটি ধাপের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। উপরে উল্লেখিত তিনটি ধাপে উত্তীর্ণ হলে চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। এক্ষেত্রে চাকরি প্রার্থীর কাছে সমস্ত ডকুমেন্ট যথাযথভাবে থাকতে হবে। নিয়োগ কারী সমস্থার তরফ থেকে বাছাই করা পরীক্ষা কেন্দ্র এগিয়ে পরীক্ষা দিতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

আবেদন পদ্ধতি LIC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইনভাবে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে আগ্রহী প্রার্থীদের। আবেদনপত্র পূরণের পাশাপাশি প্রয়োজনীয় নথিগুলিও সঠিক নিয়ম মেনে আপলোড করে দিতে হবে। পাশাপাশি সব শেষে আবেদন মূল্য দিয়ে আবেদন জমা করতে হবে আগামী ৮ সেপ্টেম্বর, ২০২৫ এর মধ্যে।

আবেদন মূল্য:

  • সংরক্ষিত চাকরি প্রার্থী- ৮৫ টাকা।
  • অসংরক্ষিত চাকরিপ্রার্থী- ৭০০ টাকা।

এই মুহূর্তে

আরও পড়ুন