Saturday, 2 August, 2025
2 August, 25
Homeসমস্তআমডাঙার কারখানায় বিধ্বংসী আগুন, সিলিন্ডার বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

আমডাঙার কারখানায় বিধ্বংসী আগুন, সিলিন্ডার বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজ, বৃহস্পতিবার দুপুরে আমডাঙা থানার উলুডাঙ্গায় অবৈধ কাটাইয়ের কারখানায় আচমকাই বিধ্বংসী বিস্ফোরণ। হল একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ। উড়ে গিয়ে পড়ল বহু দূরে। গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। অপরদিকে বিস্ফোরণের পর দফায় দফায়  বিক্ষোভে ফেটে পড়লেন পড়েন এলাকার মানুষজন। আমডাঙা থানার আইসি-কে ঘিরেও বিক্ষোভস দেখানো হয়। তোলা হয় পুলিসি নজরদারির গাফিলতির অভিযোগও। স্থানীয়দের দাবি, এই বেআইনি কারখানাতে গার্হস্থ্য সিলিন্ডার নিয়ে এসে তা বাণিজ্যিক ট্যাঙ্কে ভরা হতো। তারপর সেটি চড়া দামে বিক্রি করা হত। এই কারবার নাকি চলছে দীর্ঘদিন ধরেই। শুধু এটি নয় এলাকার আশেপাশে বেশ কয়েকটি জায়গাতেই এই অসাধু কারবার চলছে বলেও দাবি করেছেন স্থানীয়রা। জানা গিয়েছে, এদিন বিস্ফোরণের সময় কারখানায় ভেতরে বেশ কয়েকজন কর্মীও ছিলেন। কিন্তু আগুন লাগার পর তাঁরা কোনওরকমে সেখান থেকে পালিয়ে যান। পুলিস জানিয়েছে, ইতিমধ্যেই এই কারখানার মালিক পার্থ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদও করা হচ্ছে তাঁকে।

এই মুহূর্তে

আরও পড়ুন