Saturday, 2 August, 2025
2 August, 25
Homeসমস্তএকঘেয়ে রুটি; শীতের সব্জি দিয়ে বানান পুষ্টিকর রুটি

একঘেয়ে রুটি; শীতের সব্জি দিয়ে বানান পুষ্টিকর রুটি

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

একঘেয়ে আটা বা ময়দার রুটি খেতে ভাল লাগে না অনেক সময়েই। শরীর সুস্থ রাখতে রোজকার খাদ্যতালিকায় রুটি রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা। তাই রোজের রুটিকেও মুখরোচক বানাতে পারেন নানা উপায়ে। এখন শীতকালে নানা রকম সব্জি পাওয়া যাচ্ছে বাজারে। তাই দিয়েই বানিয়ে ফেলুন রুটি। স্বাদও বদলাবে আবার ভরপুর পুষ্টিও পাবেন।

উপকরণ

১৫০ গ্রাম পালং শাক

১০০ গ্রাম কড়াইশুটি

৬-৮টি কাজুবাদাম

২টি কাঁচালঙ্কা

২-৩ কোয়া রসুন

৫০ গ্রাম দই

১৫০ গ্রাম পনির

২০০ গ্রাম গমের আটা

১০০ গ্রাম বাজরার আটা

১০০ গ্রাম বেসন

১ চামচ জোয়ান

নুন স্বাদমতো

প্রণালী

সমস্ত সব্জি ধুয়ে ছোট টুকরো করে কেটে ভাল করে সিদ্ধ করে নিন। এ বারে মিক্সারে সিদ্ধ করা সব্জির সঙ্গে দই, কাঁচালঙ্কা ও রসুন যোগ করে ভাল করে বেটে নিন। এ বার তার সঙ্গে পনির মিশিয়ে আবারও পেস্ট করে নিন। মিহি মিশ্রণ তৈরি করতে হবে।

একটা ছড়ানো পাত্রে গমের আটা, বাজরার আটা, জোয়ান ও নুন মিশিয়ে মাখতে থাকুন। কিছুটা মাখার পরে তাতে সব্জির মিশ্রণ দিয়ে মাখুন। ভাল করে মাখতে হবে যাতে আটার মণ্ড শুকনো থাকে। এ বার তার থেকে লেচি কেটে রুটির মতো বেলে তাওয়ায় সেঁকে নিন। অল্প তেল দিয়েও রুটি সেঁকতে পারেন অথবা রুটিতে ঘি মাখিয়ে গরম গরম পরিবেশন করুন।

এই মুহূর্তে

আরও পড়ুন