Saturday, 2 August, 2025
2 August, 25
Homeসমস্তশিলিগুড়ির মানুষ নাটক পছন্দ করেন, গৌতম দেব

শিলিগুড়ির মানুষ নাটক পছন্দ করেন, গৌতম দেব

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, (শিলিগুড়ি)

শিলিগুড়ির মানুষ নাটক পছন্দ করেন, তা বোঝা যায় যখন নাট্য উৎসব শুরু হয়। শিলিগুড়িতে হওয়ার আগে উদ্বোধনের দিন ঠিক এই কথাই বললেন মেয়র গৌতম দেব। তিনি আরো জানালেন আমাদের সবাইকে নাটক দেখতে হবে। জানি কারো সময় নেই, সবাই ব্যস্ত তবুও সময় বের করে আমরা যদি বছরে ১-২ দিন নাটক দেখি তবে কিছু যায় আসে না। শিলিগুড়িতে ভালো ভালো নাট্যকার আছেন, ছিলেন এবং থাকবেন। যাদের করা নাটকে অভিনয় এখনো আমার কাছে স্মরণীয় হয়ে আছে। বহু উদয়মান আছেন যারা নাটক করতে ভালোবাসে, এই সোশ্যাল মিডিয়ার যুগেও যারা নাটকের প্রতি আকৃষ্ট তাদের তো বাহবা দিতেই হবে। দীনবন্ধু মঞ্চে নাটক হলে, ভীড় বলে দেবে শিলিগুড়িতে নাটক ঠিক কতখানি জনপ্রিয়। আমাদের শুধু দরকার আমাদের পরবর্তী প্রজন্মের কাছে নাটকের জনপ্রিয় তাকে পৌঁছে যাওয়া। তবে এই নাটক দেখা এবং দেখানো দুটোই সফল হবে। এখন শীতকাল, আপনারা সবাই আসুন নাটক দেখুন। শিলিগুড়িতে বহু সাংস্কৃতিক মনস্ক মানুষ আছেন, যারা নাটক দেখতে ভালোবাসেন। আমাদের দায়িত্ব শুধু হবে , তাদের কাছে নাটকের জনপ্রিয়তা পৌঁছে দেওয়া। তবেই মানুষ পছন্দ করবেন নাটক দেখতে। জানালেন মেয়র গৌতম দেব।

এই মুহূর্তে

আরও পড়ুন