
বছর শেষে হাওড়া-এসপ্ল্যানেড রুটের মেট্রো যাত্রীদের জন্য খারাপ খবর শোনাল কর্তৃপক্ষ। নতুন বছর শুরুর আগেই মেট্রো সংখ্যা কমতে চলেছে হাওড়া-এসপ্ল্যানেড রুটে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ বলছে, এই সিদ্ধান্তের ফলে হয়ত সাময়িকভাবে বেশ কিছু যাত্রীর অসুবিধা হবে।
তবে আগামী দিনে মসৃণ হবে মেট্রো যাত্রা। এসপ্ল্যানেড ও শিয়ালদহ স্টেশনের মধ্যে কাজ চালাবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ । সেই কারণেই নিয়ন্ত্রিত হবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। ১৪ ডিসেম্বর, ২০২৪ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
মেট্রোর নির্মাণকার্যের জন্য মেট্রো সংখ্যা হ্রাস পাবে গ্রিন লাইন -২ তে। বর্তমানে প্রতিদিন ১৫০টি মেট্রো পরিষেবা দিয়ে থাকে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে। তবে শনিবার থেকে এই রুটে ৩৬ টি মেট্রো কম পরিষেবা দেবে। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে শনিবার থেকে আপ-ডাউন মিলিয়ে মোট ১১৪টি মেট্রো পরিষেবা দেবে।
তবে কোনোরকম পরিবর্তন আনা হয়নি গ্রিন লাইন ২-এর পূর্বমুখী সুড়ঙ্গ (ইস্ট বাউন্ড টানেল) হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে এবং বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে হাওড়া ময়দান-এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা মিলবে ২০ মিনিট অন্তর।
পূর্বমুখী টানেলে দিনের অন্যান্য সময়ে মেট্রো চলবে ২৪ মিনিট অন্তর। পাশাপাশি, সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধু মেট্রো পরিষেবা পাওয়া যাবে পশ্চিমমুখী সুড়ঙ্গ অর্থাৎ মহাকরণ-হাওড়া ময়দান পথে। এই সময়টাতে ২০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। দিনের অন্যান্য সময়ে মেট্রো চলাচল করবে না মহাকরণ-হাওড়া ময়দান পথে।