Thursday, 16 October, 2025
16 October
Homeসমস্তহিলি সীমান্তে সৌজন্যের নজির বিএসএফকে মিষ্টি পাঠালো বিডিআর

হিলি সীমান্তে সৌজন্যের নজির বিএসএফকে মিষ্টি পাঠালো বিডিআর

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, (শিলিগুড়ি)

অশান্ত বাংলাদেশ, ক্রমেই পড়শি দেশে বাড়ছে হিন্দুদের ওপর অত্যাচার। যা নিয়ে দু’দেশের মধ্যে সম্পর্ক প্রায় তলানিতে। এই পরিস্থিতিতে একেবারে ভিন্ন ছবি দেখা গেল ভারত-বাংলাদেশ সীমান্তে। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করল বর্ডার গার্ড বাংলাদেশ। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে এমন সৌজন্যের ছবি দেখা গেল।

এদিন সকাল ১০ টা নাগাদ হিলি চেকপোস্ট জিরো পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিকে । বিএসএফের ৭৯ ব্যাটালিয়নের ইন্সপেক্টর এসএন চৌবের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন ২০ বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদত হোসেন। আবার বিএসএফের পক্ষ থেকেও মিষ্টি উপহার দেওয়া হয় বিজিবিকে। সঙ্গে একে অপরের সঙ্গে কুশল বিনিময়ও করেন। দু’দেশের মধ্যে এমন টালমাটাল পরিস্থিতিতেও বিজয় দিবস উপলক্ষ্যে এমন সৌজন্যের ছবি চাক্ষুষ করতে দু’প্রান্তেই হাজির ছিলেন সাধারণ মানুষেরা।

অন্যদিকে, বিজয় দিবস উপলক্ষ্যে বিজিবির ক্যাম্প কমান্ডার শাহাদত হোসেন বলেন, ‘নানা দিবসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মাঝে সৌদার্হ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই মিষ্টি বিনিময় করা হয়। তারই অংশ হিসেবে আজকের এই মিষ্টি বিনিময় করা হল। এতে সীমান্তে কর্মরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন